Homeসব খবরক্রিকেটঅস্ট্রেলিয়ানরা আইপিএলের টাকার কারণে তাদের ডিএনএ বদলে ফেলেছে :...

অস্ট্রেলিয়ানরা আইপিএলের টাকার কারণে তাদের ডিএনএ বদলে ফেলেছে : রমিজ রাজা

আইপিএলের টাকার জন্য ইচ্ছা করে ভারতের বিপক্ষে শান্তভাবে খেলে অস্ট্রেলিয়ার ক্রিকেটাররা, এমনটাই অভিযোগ করেছেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) নতুন চেয়ারম্যান রমিজ রাজা। তার মতে, টাকার জন্য নিজেদের ডিএনএ-ই বদলে ফেলেছে অজিরা।

এআরওয়াই নিউজকে রমিজ রাজা বলেছেন, ‘অস্ট্রেলিয়ানরা টাকার কারণে তাদের ডিএনএ বদলে ফেলেছে। তারা এখন ভারতের বিপক্ষে শান্তভাবে আগ্রাসী মনোভাব ছাড়া খেলে। আন্তর্জাতিক ক্রিকেটারদের এখন আইপিএলের চুক্তি বাঁচানোর চাপ রয়েছে। যেখানে তারা টাকা ও অন্যান্য অনেক কিছুই পায়।’

গত সপ্তাহে নিউজিল্যান্ড ক্রিকেট দল পাকিস্তানে গিয়েও কোনো ম্যাচ না খেলে দেশে ফিরে গেছে। তাদের দেখাদেখি সফর বাতিল করেছে ইংল্যান্ডও। যে কারণে বিশ্বকাপের আগে সাতটি টি-টুয়েন্টি ম্যাচ খেলার সুযোগ হারিয়েছে পাকিস্তান।

এ বিষয়ে আরও একবার কথা বলেছেন রমিজ। তার ভাষ্য, ‘নিউজিল্যান্ড পালিয়ে গেছে এবং ইংল্যান্ডও তাদের পথ অনুসরণ করেছে। তারা দুই দলই আমাদের সঙ্গে খারাপ কাজ করছে।’

Advertisement