Homeসব খবরক্রিকেটঅসুস্থ শরীর নিয়ে খেলেই বিশ্বরেকর্ড গড়লেন রিজওয়ান

অসুস্থ শরীর নিয়ে খেলেই বিশ্বরেকর্ড গড়লেন রিজওয়ান

জ্বর শরীরে আশঙ্কায় ছিলো অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলতে পারা নিয়ে। কিন্তু তিনি খেললেন, সেই সাথে গড়লেন রেকর্ড। অবশ্য রেকর্ড গড়া যেন ডাল ভাত বানিয়ে ফেলেছেন পাকিস্তানের উইকেটরক্ষক ব্যাটার মোহাম্মদ রিজওয়ান। প্রতি ম্যাচেই করে যাচ্ছেন একের পর এক রেকর্ড।লেগ স্পিনার অ্যাডাম জ্যাম্পার বল স্লগ সুইপে বিশাল ছক্কায় গ্যালারিতে আছড়ে ফেললেন মোহাম্মদ রিজওয়ান।

বছরজুড়ে অসাধারণ ধারাবাহিকতায় পাকিস্তানের কিপার-ব্যাটসম্যানের ব্যাটে ধরা দিল আরেকটি অর্জন। প্রথম ব্যাটসম্যান হিসেবে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এক পঞ্জিকাবর্ষে এক হাজার রান করার কীর্তি গড়লেন তিনি।মাইলফলক ছুঁতে টি-টোয়েন্টি বিশ্বকাপের দ্বিতীয় সেমি-ফাইনালে অস্ট্রেলিয়ার বিপক্ষে রিজওয়ানের দরকার ছিল ৩৪ রান। দুবাইয়ে বৃহস্পতিবার ম্যাচটির ১১তম ওভারে জ্যাম্পাকে ছক্কা মেরে কাঙ্ক্ষিত ঠিকানায় পৌঁছান এই ওপেনার।তিনি অবশ্য আউট হতে পারতেন শূন্য রানেই। মিড অফ থেকে অনেকটা পেছনে দৌড়ে কঠিন ক্যাচটা নিতে পারেননি ডেভিড ওয়ার্নার। আরও একবার জীবন পান তিনি ২০ রানে।

সুযোগটা দারুণভাবে কাজে লাগান ২৯ বছর বয়সী এই ব্যাটসম্যান। ফিফটি পূর্ণ করেন ৪১ বলে। আউট হন ৬৭ রান করে। ৫২ বলের ইনিংসে চারটি ছক্কার সঙ্গে চার তিনটি।আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এক পঞ্জিকাবর্ষে সবচেয়ে বেশি রানের রেকর্ডটি আগেই গড়েছেন রিজওয়ান। ২০১৯ সালে আয়ারল্যান্ডের পল স্টার্লিংয়ের ৭৪৮ রান ছিল আগের রেকর্ড।

বিশ্বকাপে সুপার টুয়েলভের শেষ ম্যাচে স্কটল্যান্ডের বিপক্ষে রিজওয়ান গড়েন আরেকটি রেকর্ড। স্বীকৃত টি-টোয়েন্টিতে এক পঞ্জিকাবর্ষে সবচেয়ে বেশি রানের রেকর্ডে ছাড়িয়ে যান ওয়েস্ট ইন্ডিজের মহাতারকা ক্রিস গেইলকে।এই বছর আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এখন পর্যন্ত ২০ ইনিংসে রিজওয়ানের রান হলো ১ হাজার ৩৩। গড় ৮৬.০৮ আর স্ট্রাইক রেট ১৩৬.৪৫। ১০টি ফিফটির পাশে সেঞ্চুরি একটি।

Advertisement