Homeসব খবরজাতীয়অবশেষে দরজা খুলছে ৫০ মডেল মসজিদের

অবশেষে দরজা খুলছে ৫০ মডেল মসজিদের

সারা দেশে নির্মিত ৫৬০টি মডেল মসজিদের মধ্যে ৫০ টি উদ্বোধনের জন্য প্রস্তুত করা হয়েছে। আগামীকাল বৃহস্পতিবার ভার্চুয়ালি এসব মসজিদ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ উপলক্ষে সব প্রস্তুতি শেষ করা হয়েছে।

ধর্ম মন্ত্রণালয় জানানো হয়েছে, ৪০ শতাংশ জায়গার উপর তিন ক্যাটাগরিতে মসজিদগুলো নির্মিত হচ্ছে। জেলা পর্যায়ে ৪ তলা, উপজেলার জন্য ৩ তলা এবং উপকূলীয় এলাকায় ৪ তলা মডেল মসজিদ ও ইসলামিক সংস্কৃতি কেন্দ্র নির্মাণ করা হচ্ছে।

এ-ক্যাটাগরির প্রতিটি মসজিদে একসঙ্গে প্রায় ১ হাজার ২০০ ব্যক্তি নামাজ আদায় করতে পারবেন। আর উপজেলা ও উপকূলীয় এলাকার মডেল মসজিদগুলোতে একসঙ্গে নামাজ আদায় করতে পারবেন ৯০০ জন। আধুনিক সব সুযোগ-সুবিধাসহ এসব মসজিদে থাকছে নারী ও পুরষের পৃথক নামাজ ওযু নামাজের সুবিধা। রাখা হয়েছে প্রতিবন্ধীদের টয়লেটসহ নামাজের ব্যবস্থা। ইসলামিক বই বিক্রয় কেন্দ্র, গবেষণা কেন্দ্র, শিশুশিক্ষা, পর্যটকদের আবাসন, হজযাত্রীদের নিবন্ধন ও প্রশিক্ষণসহ ইমামদের প্রশিক্ষণ ব্যবস্থা, ইসলামিক গবেষণা ও দ্বীনি দাওয়া কার্যক্রমের ব্যবস্থা।

এছাড়া পবিত্র কুরআন হেফজখানা, শিশু ও গণশিক্ষার ব্যবস্থা, দেশি-বিদেশি পর্যটকদের আবাসন ও অতিথিশালা, মরদেহ গোসল ও কফিন বহনের ব্যবস্থা, হজযাত্রীদের নিবন্ধনসহ প্রশিক্ষণ, ইমামদের প্রশিক্ষণ গাড়ি পার্কিং, ইমাম-মুয়াজ্জিনের আবাসনসহ সংস্কৃতি কেন্দ্রের কর্মকর্তা-কর্মচারীদের জন্য অফিসের ব্যবস্থা রাখা হয়েছে।

মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র স্থাপন উপ প্রকল্প পরিচালক সফিকুর রহমান তালুকদার জানান, আশা করা হচ্ছে এসব মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র জঙ্গিবাদ, ধর্মীয় গোঁড়ামী ও ধর্মের অপব্যাখ্যা বন্ধ করে আলোকিত মানুষ গড়তে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সম্পূর্ণ সরকারি অর্থায়নে ৮ হাজার ৭২২ কোটি টাকার ৫৬০ টি মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র নির্মাণের এ প্রকল্প শেষ হবে ২০২৩ সালের জুন মাসে।

Advertisement