Homeসব খবরক্রিকেটঅবশেষে কেন্দ্রীয় চুক্তিতে ফিরলেন সাকিব ও তাসকিন

অবশেষে কেন্দ্রীয় চুক্তিতে ফিরলেন সাকিব ও তাসকিন

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) বহুল আলোচিত বোর্ড সভায় অনুমিতভাবেই কেন্দ্রীয় চুক্তিতে ফেরানো হয়েছে বিশ্বসেরা অল-রাউন্ডার সাকিব আল হাসানকে। জুয়া’ড়ির প্রস্তাব গোপন করায় সাকিবকে এক বছর নি’ষিদ্ধ করেছিল আইসিসি। যে কারণে তিনি কেন্দ্রীয় চুক্তি থেকেও বাদ পড়েছিলেন। সম্প্রতি তিনি ডিপিএলে আচরণবিধি লংঘন করে শা’স্তি পান। তবে সেই বিষয় তার চুক্তিতে ফেরার পথে বাধা হতে পারেনি।

জানা গেছে, কেন্দ্রীয় চুক্তিতে আরও যুক্ত হয়েছেন তরুণ পেসার তাসকিন আহমেদ। গত কয়েকমাস ধরে ধারাবাহিক পারফর্মেন্স করার পুরস্কার পেলেন এই পেসার। আরেক তরুণ মাহেদি হাসানও কেন্দ্রীয় চুক্তিতে যুক্ত হয়েছেন। চুক্তিতে এসেছেন ২২ জন নারী ক্রিকেটার। তবে পুরো তালিকা নিশ্চিত হতে আরও সময় চেয়েছে বিসিবি। কোন ক্রিকেটার কোন ফরম্যাটে খেলতে চায়, সেটা জানার পর পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করা হবে বলে জানিয়েছেন বিসিবি বস নাজমুল হাসান পাপন।

Advertisement