Homeসব খবরআন্তর্জাতিকঅবশেষে আকরিক লোহার দাম কমলো

অবশেষে আকরিক লোহার দাম কমলো

চীনে চাহিদা বাড়ায় শক্ত ধাতুটির দাম কমেছে। বার্তা সংস্থা রয়টার্সের বরাত দিয়ে বিজনেস রেকর্ডারের এক প্রতিবেদনে এই তথ্য পাওয়া গেছে। অবশেষে আন্তর্জাতিক বাজারে আকরিক লোহার সরবরাহ মূল্য কমলো।

আজ বুধবার (২৩ ফেব্রুয়ারি) চীনের দালিয়ান কম্মোডিটি এক্সচেঞ্জে সবচেয়ে বেশি ব্যবসা করা আগামী মে মাসের আকরিক লোহার দর বেড়েছে শূন্য দশমিক ৩ শতাংশ। প্রতি টনের দাম স্থির হয়েছে ৯১৩ ইউয়ান বা ১৩২ ডলার ৮২ সেন্টে।

একইদিনে সিঙ্গাপুর এক্সচেঞ্জ বেঞ্চমার্কের সবচেয়ে সক্রিয় আকরিক লোহার আগামী মার্চ মাসের চুক্তি মূল্য কমেছে শূন্য দশমিক ৪ শতাংশ। টনপ্রতি দর নিষ্পত্তি হয়েছে ১৩০ ডলার ৬০ সেন্টে।

এদিকে, ক্রেতাদের উদ্দেশে লেখা এক নোটে হুয়াতাই ফিউচার্সের বিশ্লেষকরা বলেন, চীনা সরকারের নিয়ন্ত্রণ নীতি আকরিক লোহার বাজারে প্রভাব ফেলেছে। এতে কঠিন ধাতুটির দাম কমেছে।

Advertisement