Homeঅন্যান্যঅপরিপক্ব তরমুজ বাজারে বিক্রি হচ্ছে চড়া দামে

অপরিপক্ব তরমুজ বাজারে বিক্রি হচ্ছে চড়া দামে

রোজার প্রথম দিনে দেশি তরমুজ, পেঁপে আনারসের দাম বেড়েছে কেজিতে ১০ থেকে ২০ টাকা। গতকাল ৬০ টাকা কেজি বিক্রি হওয়া তরমুজ আজ বিক্রি হচ্ছে ৮০ টাকা কেজিতে। রোজা শুরুর আগে থেকেই দেশি ও বিদেশ থেকে আমদানিকৃত ফলের দাম বাড়তে শুরু করেছে।

বাজারে ছোট ও মাঝারি আকারের তরমুজ বিক্রি হচ্ছে। সেসব তরমুজের বেশিরভাগই অপরিপক্ব। আধা পাকা এসব তরমুজ কাটার পর কোনটি রং লাল দেখা যাচ্ছে, কোনটি আবার সাদা-লাল।

ক্রেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে, গতকাল সোমবার তরমুজ ৫০ থেকে ৬০ টাকা কেজিতে বিক্রি হয়েছে। রমজান শুরুর প্রথম দিনেই কেজিতে বেড়েছে ২০ টাকা। যে তরমুজ পিস আকার বিক্রি হত, এখন তা কেজিতে বিক্রি হয়। রমজান আসলেই দোকানিরা ইচ্ছামতো ফলের দাম বাড়িয়ে দেন।

বিক্রেতারা জানান, আকার ও মানভেদে প্রতি কেজি তরমুজ ৭৫-৮০ টাকা দরে বিক্রি হচ্ছে। একেকটি তরমুজের ওজন দুই কেজি থেকে প্রায় ছয় কেজি পর্যন্ত। গত বছর এ সময় একই আকারের তরমুজ ৪০-৫০ টাকা কেজিতে বিক্রি হয়েছিল। আরো ১৫-২০ দিন পর পরিপক্ব তরমুজ ওঠবে বলে। তখন দামও কমবে,আকারও বড় হবে।

তারা আরো জানান, মূলত রমজানকে ঘিরে বাড়তি লাভের আশায় অনেক কৃষক পরিপক্ব হওয়ার আগেই তরমুজ বিক্রি করে ফেলছেন।

Advertisement