Homeসব খবরক্রিকেটঅধিনায়ক হওয়ায় প্রতিদিন ভালো খেলতে হবে, এমনটা মনে করেন...

অধিনায়ক হওয়ায় প্রতিদিন ভালো খেলতে হবে, এমনটা মনে করেন না শান্ত

জয়ের ধারায় ফেরার লক্ষ্য নিয়ে ওয়েস্ট ইন্ডিজের সেন্ট ভিসেন্টে টি-টোয়েন্টি বিশ্বকাপে গ্রুপ পর্বে নিজেদের তৃতীয় ম্যাচে নেদারল্যান্ডসের মুখোমুখি হবে বাংলাদেশ। বৃহস্পতিবার (১৩ জুন) ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ৮টা ৩০ মিনিটে।

সুপার এইটের আশা বাঁচিয়ে রাখতে হলে নেদারল্যান্ডসের বিপক্ষে জয় পেতে হবে বাংলাদেশকে। শ্রীলঙ্কার বিপক্ষে রোমাঞ্চকর ২ উইকেটে জয় দিয়ে বিশ্বকাপ শুরু করেছিলো টাইগাররা। কিন্তু নিজেদের দ্বিতীয় ম্যাচে মাত্র ১১৩ রান তাড়া করতে নেমে দক্ষিণ আফ্রিকার কাছে ৪ রানের হারে হৃদয় ভাঙ্গে বাংলাদেশের।

এবারের টুর্নামেন্টে ফর্ম বিবেচনায় ধারণা করা হচ্ছে, নেদারল্যান্ডসের বিপক্ষে কঠিন চ্যালেঞ্জের মুখে পড়বে বাংলাদেশ। টাইগার অধিনায়ক অবশ্য নিজে ছন্দে না থাকলেও সেটি নিয়ে তেমন চিন্তিত নন। দলের ৭ ব্যাটারই একই ম্যাচে ভালো খেলবে এমনটাও প্রত্যাশা করেন না তিনি।

নেদারল্যান্ডসের বিপক্ষে মাঠে নামার আগে শান্ত বলেন, ‘ক্যাপ্টেন দেখে, ব্যাপারটা এমন না যে প্রতিদিনই ভালো খেলতে হবে। এরকমও ফিল করছি না, বাট রেসপনসিবিলিটি আছে যে আমি ব্যাটার হিসেবে কতটুকু কনট্রিবিউট করতে পারি। এটা নিয়ে হার্ডওয়ার্ক করছি, সো আশা করছি যে সামনে ভালো কিছু হবে। আমি কখনও আশা করি না যে, ৭ জন ব্যাটারই ভালো খেলবে।’

Advertisement