Homeফুটবলঅধিনায়কত্বের সম্মান ভাগ করে প্রশংসিত মেসি

অধিনায়কত্বের সম্মান ভাগ করে প্রশংসিত মেসি

যুক্তরাষ্ট্রের লিগস কাপের ফাইনালে মেসির দুর্দান্ত গোলের পর টাইব্রেকারে ন্যাশভিলকে হারিয়ে প্রথমবারের মতো শিরোপা জিতেছে মেসির ইন্টার মায়ামি। ম্যাচের পর ক্লাবের সাবেক অধিনায়ক ডি আন্দ্রে ইয়েডলিনের বাহুতে অধিনায়কের আর্মব্যান্ড পরিয়ে দেন মেসি। সেই সাথে চ্যাম্পিয়নশিপ ট্রফি উঁচিয়ে ধরার সময়ও তাকেই অধিনায়কের জায়গায় রাখেন এই আর্জেন্টাইন মায়েস্ত্রো। ফুটবলীয় দক্ষতা ও অর্জনের দিক দিয়ে লিওনেল মেসির অবস্থান অনেকের কাছেই অদ্বিতীয়। সেই সাথে, সংবেদনশীল ও স্বল্পভাষী হিসেবেও রয়েছে তার সুনাম।

এদিকে, মিররসহ বেশ কয়েকটি গণমাধ্যম মেসিকে প্রশংসায় ভাসিয়ে বলেছে, এমন আচরণের মাধ্যমে আবারও নিজেকে অনন্য উচ্চতায় নিয়ে গেলেন এই বিশ্বকাপ জয়ী মহাতারকা। মায়ামির জয়ে আরও একবার মুখ্য ভূমিকা পালন করেছেন মেসি। দূরপাল্লার অনবদ্য গোলে দলকে প্রথমার্ধেই লিড এনে দেন মায়ামি অধিনায়ক। এরপর ম্যাচে ফিরে আসে ন্যাশভিল। টাইব্রেকারে গড়ানো ম্যাচে মায়ামির প্রথম শটেই দলকে আবারও এগিয়ে দেন মেসি।

ম্যাচের পর ট্রফি উত্তোলনের আগে এলএমটেন যান রাইট ব্যাক ইয়েডলিনের কাছে, যিনি মেসি আসার আগে ছিলেন ক্লাবের অধিনায়ক। ইয়েডলিনের অধীনে দল সাফল্যের মুখ খুব বেশি দেখেনি বলে জেরার্ড মার্টিনো, মায়ামির কোচের দায়িত্বে এসেই অধিনায়কত্ব দেন মেসিকে। একটি ভিডিওতে দেখা যায়, যুক্তরাষ্ট্রের ফুটবলার ইয়েডলিনের দিকে হেঁটে যাওয়ার সময় নিজ বাহু থেকে আরমব্যান্ড খুলছেন মেসি। তারপর ইয়েডলিনের মৃদু আপত্তি সত্ত্বেও তার বাহুতে এটি পরিয়ে দেন।

এরপর ন্যাশভিলের মাঠে ট্রফি উঁচিয়ে ধরার জন্য পোডিয়ামে ইয়েডলিনকে নিয়েই ওঠেন মেসি। একসাথে উঁচিয়ে ধরেন ইন্টার মায়ামির ইতিহাসে প্রথমবারের মতো জয় করা ট্রফি। এই ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমেও দেখা গেছে মেসি-বন্দনা। টুইটারে এক সমর্থক লিখেছেন, মেসি সর্বকালের সেরা মানবিক নেতা। আরেকজনের টুইট, দারুণ বিবেচনাবোধ এবং চমৎকার ভাবনা। কী দারুণ খেলোয়াড়! গোট (সর্বকালের সেরা)।

Advertisement