Homeফুটবলঅতীত ইতিহাসে কলম্বিয়ার চেয়ে এগিয়ে আর্জেন্টিনা

অতীত ইতিহাসে কলম্বিয়ার চেয়ে এগিয়ে আর্জেন্টিনা

আন্তর্জাতিক শিরোপা জয়ের স্বপ্নপূরণ হবে। এই পথে আর্জেন্টিনার সামনে প্রথম বাধা কলম্বিয়া। এবারের কোপা আমেরিকার সেমিফাইনালে তাদের মুখোমুখি হবে আলবিসেলেস্তেরা। বাংলাদেশ সময় আজ সকাল ৭টায় মুখোমুখি হবে কলম্বিয়া-আর্জেন্টিনা।

তার আগে দেখে নেওয়া যাক অতীত ইতিহাসে কেমন ছিল আর্জেন্টিনা-কলম্বিয়া দ্বৈরথ। পরিসংখ্যান অবশ্য স্বস্তি দিচ্ছে মেসিদের। দুই দলের মধ্যেকার অতীত ইতিহাসে এগিয়ে আছেন তারাই।

এখনো পর্যন্ত মোট ৪০ ম্যাচে মুখোমুখি হয়েছে আর্জেন্টিনা ও কলম্বিয়া। যার মধ্যে ২৩টিতে জিতেছে আলবিসেলেস্তেরা। বিপরীতে কলম্বিয়া জিতেছে কেবল ৯টিতে। আর বাকি ৮ ম্যাচ হয়েছে ড্র।

১৯৪৫ সালের কোপা আমেরিকায় সর্বপ্রথম দেখা হয়েছিল দুই দলের। যেখানে আর্জেন্টিনা জয় পেয়েছিল ৯-১ গোলের বিশাল ব্যবধানে। সর্বশেষ ম্যাচটি অবশ্য ড্র হয়েছে। গত মাসে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে কলম্বিয়ার বিপক্ষে ২-২ গোলে ড্র করে লিওনেল স্ক্যালোনির দল।

Advertisement