Homeসব খবরজেলার খবর৮ পা ওয়ালা ছাগল ছানার জন্ম, এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি

৮ পা ওয়ালা ছাগল ছানার জন্ম, এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি

লালমনিরহাটের কালীগঞ্জে একটি মা ছাগল ৮ পা ওয়ালা একটি ছাগল ছানার জন্ম দিয়েছে। বর্তমানে ছাগল ও তার ছানা সুস্থ রয়েছে।

গত শুক্রবার রাতে উপজেলার দক্ষিণ ভোটমারী গ্রামের আব্দুল মজিদ মুন্সির ছেলে ফজলুর রহমানের গৃহপালিত ছাগলটি ৮ পা ওয়ালা ছাগল ছানার জন্ম দেয়। এ ঘটনার পর থেকে অস্বাভাবিকভাবে জন্ম নেয়া ছাগল ছানাটিকে দেখতে উৎসুক জনতা ওই বাড়িতে ভীড় জমায়।

তারা ছাগল ছানাকে এক নজর দেখার জন্য আসে আবার কেউ কেউ ছানাটির ছবি তুলে স্মৃতি হিসেবে ধরে রাখার চেস্টা করছে।

ভোটমারী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ফরহাদ হোসেন মাস্টার এ ঘটনার সত্যতা স্বীকার করেছেন।

Advertisement