Homeসব খবরজাতীয়৮০ কি.মি গতির কালবৈশাখীর পূর্বাভাস, আঘাত হানবে ১৭ অঞ্চলে

৮০ কি.মি গতির কালবৈশাখীর পূর্বাভাস, আঘাত হানবে ১৭ অঞ্চলে

এবার ৮০ কিলোমিটার বেগে আসছে কালবৈশাখী ঝড়। আঘাত হানবে ঢাকাসহ দেশের ১৭টি অঞ্চলে। চলমান ঝড়-বৃষ্টির মধ্যে আবারও নতুন করে কালবৈশাখীর পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদফতর।

এ কারণে দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোকে ২ নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে। শনিবার (২৯ এপ্রিল) বিকেল তিনটা থেকে রাত একটা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দর সমূহের আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়- রাজশাহী, রংপুর, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা এবং সিলেট অঞ্চলের ওপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোকে ২ নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে।

Advertisement