Homeসব খবরবিনোদন৬৩ হলে দেখা যাবে মোশাররফের ‘হুব্বা’

৬৩ হলে দেখা যাবে মোশাররফের ‘হুব্বা’

মোশাররফ করিমের ভারতীয় ছবি ‘হুব্বা’ শুক্রবার (১৯ জানুয়ারি) ঢাকা ও কলকাতায় একযোগে মুক্তি পাচ্ছে। এটি পরিচালনা করেছেন পশ্চিমবঙ্গের পরিচালক ব্রাত্য বসু। বাংলাদেশে সিনেমাটি আমদানি করেছে জাজ মাল্টিমিডিয়া।

এই ছবি সারাদেশের ৬৩টি সিনেমা হলে দেখা যাবে। সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে জাজ মাল্টিমিডিয়া। এর আগে মন্ত্রণালয় থেকে সিনেমাটি মুক্তির অনুমতি মিলেছে বলে জানিয়েছিল তাঁরা।

প্রতিষ্ঠানটির কর্ণধার আব্দুল আজিজ বলেছিলেন, ‘অবশেষে সিনেমাটি মুক্তির জন্য আমরা অনুমতি পেয়েছি। বাংলাদেশে হুব্বা প্রদর্শনীতে আর কোনো বাধা নেই। একসঙ্গে ভারত-বাংলাদেশে মুক্তি পাচ্ছে ছবিটি।’

কলকাতায় এটি মোশাররফ করিমের দ্বিতীয় ছবি।যেখানে অভিনেতাকে দেখা যাবে গ্যাংস্টার চরিত্রে। এটি নির্মিত হয়েছে হুগলির কুখ্যাত গ্যাংস্টার হুব্বা শ্যামলের জীবনী অবলম্বনে। এর আগে একই নির্মাতার ‘ডিকশনারি’তে দেখা গেছে অভিনেতাকে।

সম্প্রতি প্রকাশিত ট্রেলারে দর্শকের প্রশংসায় ভেসেছেন মোশাররফ করিম। যেখানে ভিন্ন রূপে দেখা মিলেছে তাঁর। কখনও তিনি দলবল নিয়ে বন্দুক হাতে ঘুরে বেড়াচ্ছেন, আবার কখনও রাতের আঁধারে এক নারীর সঙ্গে সময় কাটাচ্ছেন, কখনো-বা থানায় গিয়ে হাস্যরস ভঙ্গিতে কথা বলছেন। সব মিলিয়ে, রোমাঞ্চে ভরপুর এই ঝলক প্রশংসা কুড়িয়েছে দর্শকদের।

Advertisement