Homeঅন্যান্য৫০ টাকার নোটে প্রধানমন্ত্রীর ছবি নিয়ে যা জানা যাচ্ছে

৫০ টাকার নোটে প্রধানমন্ত্রীর ছবি নিয়ে যা জানা যাচ্ছে

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি মুদ্রিত ৫০ টাকা মূল্যমানের একটি নোটের ছবি সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। যার একপাশে সরকারপ্রধানের হাসিমাখা একটি ছবি আর অন্যপাশে আছে মেট্রোরেলের ছবি। দাবি করা হচ্ছে, প্রধানমন্ত্রীর ছবিসহ ওই নোটটি ‘৫০ টাকার নতুন নোট।’ গতকাল মঙ্গলবার (১২ মার্চ) প্রায় ৬ লাখ সদস্যের ‘বিজ্ঞান ও বিস্ময়’ নামের একটি গ্রুপে ‘জাগ্রত রাকিব’ নামের একটি আইডি থেকে এক পোস্টে এমন দাবি করা হয়।

ফেসবুকে শেয়ার কথা ওই পোস্টে ১ হাজারেরও বেশি রিয়েকশন পড়েছে। আবার শতাধিক ব্যক্তি পোস্টের মন্তব্যের ঘরে নানা মত দিয়েছেন। তবে পোস্ট শুধু ওই গ্রুপেই সীমাবদ্ধ নেই, ইতোমধ্যেই বিভিন্ন ফেসবুক আইডি ছাড়াও পেজ ও গ্রুপ থেকে একই দাবি তুলে ৫০ টাকার নোটের ছবিটি শেয়ার করা হয়েছে।

৫০ টাকা মূল্যমানের ওই নোটটির উপরের বাম দিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি থাকার পাশাপাশি মাঝখানে লেখা রয়েছে ‘স্মারক নোট, বিনিময়যোগ্য নয়’। আর নোটের পেছনের দিকে থাকা দৃশ্যমান মেট্রোরেলের ছবির উপরে ইংরেজিতে লেখা রয়েছে- ‘মুভিং পিপল, সেভিং টাইম অ্যান্ড ইনভায়রনমেন্ট’। অনুসন্ধানে বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটে ব্যাংক নোটস অ্যান্ড কয়েনস বিভাগে অবশ্য ছবিটি খুঁজে পাওয়া গেছে।

কেন্দ্রীয় ব্যাংকের ওয়েবসাইটে পাওয়া ভাইরাল নোটটির মতো একটি নোট সম্পর্কে জানানো হয়েছে, ২০২২ সালের ২৮ ডিসেম্বর দেশের প্রথম উড়াল মেট্রোরেলের উদ্বোধন উপলক্ষে কেন্দ্রীয় ব্যাংক ৫০ টাকা মূল্যমানের একটি স্মারক নোট মুদ্রণ করেছে। উদ্বোধনের দিনই স্মারক নোটটি প্রধানমন্ত্রী শেখ হাসিনা আনুষ্ঠানিকভাবে অবমুক্ত করেন।

উল্লেখ্য, জাতীয় বা আন্তর্জাতিকভাবে গুরুত্বপূর্ণ কোনো ব্যক্তি, প্রতিষ্ঠান, স্থান কিংবা ঘটনাকে কেন্দ্র করে কোনো দেশের কেন্দ্রীয় ব্যাংক যখন কোনো প্রতীকী মুদ্রা ছাপে তখন সেটিকে স্মারক নোট বলা হয়। প্রধানমন্ত্রীর ছবিসহ ভাইরাল হওয়া ৫০ টাকা মূল্যমানের নোটটি এমনই একটি স্মারক নোট। আর এই নোট দিয়ে বাণিজ্যিক লেনদেন করা যায় না।

Advertisement