Homeসব খবরজেলার খবর৪ শতাংশ সুদে জামানতবিহীন ঋণ দেবে এসএমই ফাউন্ডেশন

৪ শতাংশ সুদে জামানতবিহীন ঋণ দেবে এসএমই ফাউন্ডেশন

মাত্র ৪ শতাংশ সুদে জামানতবিহীন ঋণ দেবে এসএমই ফাউন্ডেশন। তবে সারাদেশের এসএমই উদ্যোক্তাসহ পার্বত্য ৩ জেলার অ্যাগ্রো প্রসেসিং, ফার্নিচার ও রাবার খাতের উদ্যোক্তা এবং নারী-উদ্যোক্তাদের দেওয়া হবে।

গতকাল মঙ্গলবার এসএমই ফাউন্ডেশনের সম্মেলন কক্ষে এ বিষয়ে ট্রাস্ট ব্যাংকের সঙ্গে চুক্তি সই করে এসএমই ফাউন্ডেশন। এসএমই ফাউন্ডেশনের পক্ষে ব্যবস্থাপনা পরিচালক ড. মো. মফিজুর রহমান এবং ট্রাস্ট ব্যাংকের পক্ষে ব্যবস্থাপনা পরিচালক হুমায়রা আজম চুক্তিতে সই করেন। এসময় উপস্থিত ছিলেন এসএমই ফাউন্ডেশনের উপ-ব্যবস্থাপনা পরিচালক সালাহ উদ্দিন মাহমুদ এবং মহাব্যবস্থাপক নাজিম হাসান সাত্তার, ফারজানা খান ও মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন।

পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে ট্রাস্ট ব্যাংকের ব্রাঞ্চ নেটওয়ার্কিং ভালো, যা উদ্যোক্তাদের মধ্যে ঋণ বিতরণে সহায়ক হবে। তাই সমঝোতা স্মারকের আওতায় সারাদেশের এসএমই এবং নারী-উদ্যোক্তার পাশাপাশি পার্বত্য চট্টগ্রামের তিনটি জেলার বিদ্যমান অ্যাগ্রো প্রসেসিং, ফার্নিচার ও রাবার প্রসেসিং খাতের উদ্যোক্তাদের ঋণ দেবে ট্রাস্ট ব্যাংক।

উল্লেখ্য, ১৯টি অংশীদার ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের মাধ্যমে সারাদেশের এসএমই উদ্যোক্তাদের মধ্যে অর্থায়ন কার্যক্রম পরিচালনা করছে এসএমই ফাউন্ডেশন। এরই মধ্যে সরকারের প্রণোদনা প্যাকেজের ৩০০ কোটি টাকা বিতরণের পর প্রত্যাবর্তনকৃত ও ফাউন্ডেশনের নিজস্ব অর্থের সমন্বয়ে গঠিত ‘রিভলভিং তহবিল’ থেকে ঋণ বিতরণ কার্যক্রম চলমান রয়েছে বলে জানা গেছে।

Advertisement