Homeসব খবরক্রিকেট২০ বলে ৪০ করে দলকে জয়ের সন্নিকটে পৌঁছে দিলেন...

২০ বলে ৪০ করে দলকে জয়ের সন্নিকটে পৌঁছে দিলেন হৃদয়

৫৪ বলে ৫২ রান লাগে এমন সময়ে হাসারাঙ্গাকে টানা তিন ছক্কা মারেন হৃদয়। তবে হ্যাটট্রিক ছক্কা মারার পরের বলেই লেগ বিফোরের ফাঁদে পড়ে সাজঘরে ফেরেন মারকুটে এই ব্যাটার। ২০ বলে ১ বাউন্ডারি ও ৪টি ছক্কায় ৪০ রান তুলেন হৃদয়। ১২ ওভারে ৪ উইকেট হারিয়ে ৯২ রানে ব্যাট করছে বাংলাদেশ। ক্রিজে লিটনের সঙ্গী সাকিব। ৪৮ বলে ৩৩ রান দরকার বাংলাদেশের।

পাওয়ারপ্লেতে লঙ্কানদের থেকে পিছিয়ে বাংলাদেশ

শ্রীলঙ্কা তাদের পাওয়ারপ্লের ৬ ওভারে ২ উইকেট হারিয়ে তুলেছিল ৫৩ রান। সেখানে বাংলাদেশ পাওয়ারপ্লেতে হারিয়েছে তিন উইকেট, তুলেছে ৩৪ রান। এতে পাওয়ারপ্লেতেই ১৯ রান পিছিয়ে আছে শান্তর দল। ৬.১ ওভারে ৩ উইকেট হারিয়ে ৩৫ রানে ব্যাট করছে বাংলাদেশ। ক্রিজে লিটনের সঙ্গী হৃদয়।

দলকে চাপে রেখে সাজঘরে কাপ্তান শান্ত

৬ রানে দুই উইকেট হারানোর পর শান্ত-লিটন প্রতিরোধ গড়ার চেষ্টা করছিলেন। সেই প্রতিরোধও ভেঙে পড়ে তুশারার আঘাতে। দলীয় ২৮ রানে তুশারার দ্বিতীয় শিকারে পরিণত হয়েছেন অধিনায়ক শান্ত। ফেরার আগে ৭ রান করেছেন তিনি।

শুরুতেই দুই ওপেনারকে হারিয়ে বিপদে বাংলাদেশ

প্রথম ওভারেই সৌম্যকে হারায় বাংলাদেশ। লঙ্কান পার্টটাইমার ধনাঞ্জয়া ডি সিলভার বলে ব্যর্থ স্লগ সুইপে ফিরলেন তিনি। পরের ওভারে বাংলাদেশকে হতাশায় ডুবিয়ে আউট হলেন আরেক ওপেনার তানজিদ তামিম। তুশারার বলে বোল্ড হওয়ার আগে ৩ রান করেন তামিম। ২ ওভার শেষে ২ উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ ৮ রান। ক্রিজে আছেন শান্ত ও লিটন।

শ্রীলঙ্কাকে ১২৪ রানে আটকালো বাংলাদেশ, টার্গেট ১২৫

প্রথম ৬ ওভারে শ্রীলঙ্কার রান ২ উইকেটে ৫৩। পরের ১৪ ওভারে মাত্র ৭১! হারিয়েছে ৭ উইকেট। রিশাদ-তাসকিন-মুস্তাফিজের দুর্দান্ত বোলিংয়ে কামব্যাক করে বাংলাদেশ। এতে বিশ্বকাপের শুরুর অভিযানে শ্রীলঙ্কাকে ১২৪ রানে বেঁধে ফেলেছে বাংলাদেশ। প্রথম ম্যাচে জয় পেতে বাংলাদেশের টার্গেট ১২৫ রান। লঙ্কানদের হয়ে সর্বোচ্চ ৪৭ রান করেন নিশাঙ্কা। রিশাদ-মুস্তাফিজ নেন ৩টি করে উইকেট। তাসকিন ২ ও তানজিম শেষ ওভারে নেন ১টি উইকেট।

বাংলাদেশ কি পারবে লঙ্কানদের হারিয়ে সুপার এইটের দৌড়ে এগিয়ে থাকতে?

Advertisement