Homeসব খবরক্রিকেটহোয়াইটওয়াশ করার লক্ষ্য নিয়ে আগামীকাল প্রথম ম্যাচে আফগানিস্তানের মুখোমুখি...

হোয়াইটওয়াশ করার লক্ষ্য নিয়ে আগামীকাল প্রথম ম্যাচে আফগানিস্তানের মুখোমুখি বাংলাদেশ

আফগানিস্তানের বিরুদ্ধে বাংলাদেশের জয়ের পাল্লাটা অনেকটা ভারী। এবারও যদি তাদের হোয়াইটওয়াশ করা যায় তা হলে ২০২৩ সালে ভারতে অনুষ্ঠিতব্য বিশ্বকাপ ক্রিকেটে সরাসরি মূল পর্বে খেলার পথে অনেকটা এগিয়ে যাবে তামিমসেনারা।

এই স্বপ্ন পূরণের লক্ষ্যে বুধবার (২৩ ফেব্রুয়ারি) চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচে সকাল ১১টায় হাশমতউল্লা সাহিদির আফগানিস্তানের বিরুদ্ধে মুখোমুখি হবে বাংলাদেশ।

আইসিসি ওয়ানডে সুপার লিগে এখন পর্যন্ত চারটি সিরিজে ১২ ম্যাচের মধ্য আটটিতে জিতেছে লাল-সবুজের দেশ। বর্তমানে ৮০ পয়েন্ট নিয়ে ইংল্যান্ডের পর দ্বিতীয় স্থানে রয়েছে তারা।

দুই দলের মধ্যে হেড টু হেড লড়াইয়ে আট ম্যাচে বাংলাদেশ ৫-৩ ব্যবধানে এগিয়ে। সর্বশেষ দু’টি ম্যাচও জিতেছে বাংলাদেশ। এরমধ্যে ২০১৮ সালের এশিয়া কাপে ৩ রানে এবং ২০১৯ বিশ্বকাপে ৬২ রানে জয় পেয়েছিলো টাইগাররা।

Advertisement