Homeসব খবরজাতীয়হেফাজতের বিরুদ্ধে সংসদে তোপ শেখ সেলিমের

হেফাজতের বিরুদ্ধে সংসদে তোপ শেখ সেলিমের

প্রয়োজন হলে ট্রাইব্যুনাল গঠন করে হেফাজতে ইসলামের বিচার করার দাবি জানিয়েছেন আওয়ামী লীগের সংসদ সদস্য শেখ ফজলুল করিম সেলিম। জাতীয় সংসদে পয়েন্ট অব অর্ডারে দেওয়া বক্তব্যে তিনি বলেন, হেফাজতে ইসলাম আসলে ইসলাম ও স্বাধীনতাবিরোধী সংগঠন। তারা দেশের শত্রু।

বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী আর স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর জন্য অনেক কিছু সহ্য করা হয়েছে। আর ছাড় না দেয়ার হুঁশিয়ারিও দেন তিনি। পরে বিএনপির সংসদ সদস্য হারুনুর রশীদ বলেন, প্রতিবাদ-বিক্ষোভ নিয়ে হেফাজতের সাথে সরকারের আলোচনা করা দরকার ছিল।

Advertisement