Homeসব খবরবিনোদনহিরো আলম দেশের সবচেয়ে বড় অংশটাকে রিপ্রেজেন্ট করে :...

হিরো আলম দেশের সবচেয়ে বড় অংশটাকে রিপ্রেজেন্ট করে : সালমান মুক্তাদির

সম্প্রতি একটি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাতকারে হিরো আলমের পক্ষ নিয়ে কথা বলেন সালমান। সালমান মোহাম্মদ মুক্তাদির দেশের আলোচিত ইউটিউবার, পাবলিক স্পিকার, অভিনেতা এবং সোশ্যাল মিডিয়ার খ্যাতনামা ব্যক্তিত্ব। তিনি অনেক নাটক ও ভিডিও গানে অভিনয় করেছেন। কনটেন্ট বানানো ছাড়াও সমসাময়িক বিষয় নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ সোচ্চার তিনি।

হিরো আলমের অভিনেতা হয়ে ওঠা রুচির দুর্ভিক্ষ, নাট্যজন মামুনুর হকের এমন মন্তব্যের প্রতিক্রিয়ায় সালমান মুক্তাদির বলেন, “দর্শকদের রুচির কিছু নাই এখানে। আপনি তাহলে রুচিশীল মানুষ যারা আছে তাদের প্রমোট করার জন্য ভালো ভালো জিনিস প্রমোট করেন। আমরাতো একদম দুর্ভিক্ষে নাই। আমরা চাইলে কিন্তু সব কিছু চেঞ্ছ করতে পারি।

এখন খেলার কথা আপনি যদি ধরেন ক্রিকেটে কি বাংলাদেশে ভালো ভালো ক্রিকেটার নাই। সবাইকে কি আপনি মাঠে খেলতে দেখছেন। যখন আপনি ওকে মাঠে আনতে পারতেছেন না তখন আপনি কমপ্লেন করতেছেন বাংলাদেশের মানুষ খেলতে পারে না। জিনিসটা ওই রকম হয়ে গেলো।

অভিনেতা কি ভালো বাংলাদেশে নাই আপনি করবেন না। অভিনেত্রী কি ভালো বাংলাদেশে নাই অভিয়াসলি আছে বাট আপনি নিবেন কাদের কে যাদের থেকে আপনার নিজের কোনো রকম সুযোগ-সুবিধা ভোগ করতে পারবেন। সো ডেফিনেটলি এখানে রুচির কথা না এখানে অভ্যাস আমাদের কালচারের ব্যাপারটা আবারো আসছে কিন্তু।”

হিরো আলম কি বাংলাদেশের কালচারকে কোনোভাবে নষ্ট করছে এমন প্রশ্নের জবাবে সালমান বলেন, “না, হি ইস বাংলাদেশী কালচার। হি ইস ম্যাস মিডিয়া। হিরো আলম বাংলাদেশের মেজরিটি মানুষ, আপনি আমি আসলে ধানমন্ডি, গুলশান, বনানী,

মিরপুরে থাকি বলে আমাদের কাছে মনে হচ্ছে রুচিশীল নাকি রুচিহীনতার প্রশ্ন আসতেছে। হিরো আলম কিন্তু বাংলাদেশের ম্যাস মেজরিটি যেটা, সবচেয়ে বড় অংশটাকে রিপ্রেজেন্ট করে বলে কিন্তু ওর নাম ডাক বেশি।আপনি ছোট্ট ঢাকার কয়েকটি টুকটাক এরিয়া নিয়ে পুরো বাংলাদেশকে জাজ করতে পারবেন না।আনফরচুনেটলি বাংলাদেশ বলতে ঢাকাটাকে বুঝি, আমরা এরপর ঢাকা কেপিটাল ডান।”

Advertisement