Homeসব খবরবিনোদনহিন্দি সিনেমার গল্পকে হার মানাবে শুভশ্রী গাঙ্গুলির জীবনকাহিনী

হিন্দি সিনেমার গল্পকে হার মানাবে শুভশ্রী গাঙ্গুলির জীবনকাহিনী

সুদূর বর্ধমান থেকে কলকাতায় এসেছিলেন এক আকাশ স্বপ্ন নিয়ে। ছিল অভিনেত্রী হওয়ার ইচ্ছা। ২০০৬ সালের ‘আনন্দলোক নায়িকার খোঁজে’ জিতে ছিলেন অভিনেত্রী। সেখান থেকেই শুরু হয় তাঁর যাত্রা। তার দুবছর পর ওড়িয়া ফিল্ম ইন্ডাস্ট্রিতে মালালারে দিয়ে নিজের অভিনয় জীবন শুরু করেছিলেন। তবে জীবনের শুরুতে কেবলমাত্র মা এবং দিদিকে পাশে পেয়েছিলেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়।

অভিনেত্রীর পরিবারের সবাই ছিলেন চাকুরীজীবী। সেই পরিবারের মেয়ে হয়ে অভিনেত্রী গ্ল্যামার ওয়ার্ল্ডে থাকবেন এই কঠিন বাস্তবটা মেনে নিতে পারেননি কেউ। বঙ্গ ট্রেন্ড বর্ধমানের মেয়ে থেকে কলকাতার হিট হিরোইন! হিন্দি সিনেমার গল্পকে হার মানাবে শুভশ্রী গাঙ্গুলির জীবনকাহিনী

প্রত্যেকদিন বর্ধমান থেকে কলকাতায় এসে অডিশন দিতেন আবার বাড়ি ফিরে যেতেন তিনি। তারপর হঠাতই প্রভাত রায় পিতৃভূমি সিনেমায় অডিশন দেওয়ার পর সুযোগ পান অভিনেত্রী। এই ছবিতে জিতের বোনের ভূমিকায় দেখা গিয়েছিল তাঁকে। সেই সময়ে জিতের (Jeet) বিপরীতে অভিনয় করেছেন অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায় (Swastika Mukherjee)।

তারপরে ২০০৮ সালে বাজিমাত সিনেমা সোহম এর বিপরীতে অভিনয় করে নায়িকা হিসেবে প্রথম আত্মপ্রকাশ করেন অভিনেত্রী। সেই বছরে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির শ্রেষ্ঠ পুরস্কার জিতে নেন অভিনেত্রী। বর্ধমানের মেয়ে থেকে কলকাতার হিট হিরোইন! হিন্দি সিনেমার গল্পকে হার মানাবে শুভশ্রী গাঙ্গুলির জীবনকাহিনী

এরপর কখনোই তাকে আর ঘুরে তাকাতে হয়নি। একের পর এক সাফল্য এসেছে তার জীবনে। শুভশ্রী গঙ্গোপাধ্যায় অভিনীত কৌশিক গাঙ্গুলী ধুমকেতু সিনেমাহলে মুক্তি পেতে চলেছে এই বছর।এছাড়া অভিনেত্রীকে বর্তমানে দেখা যাচ্ছে জি বাংলায় ‘ডান্স বাংলা ডান্সে’র বিচারকের আসনে। পরিচালক রাজ চক্রবর্তীকে (Raj Chakraborty) বিয়ে করে বর্তমানে সুখে-শান্তিতে বসবাস করছেন অভিনেত্রী। রয়েছে তার একটি ছোট পুত্র সন্তানও।

Advertisement