Homeসব খবরবিনোদনহিন্দি ছবি কেন আসবে? এটা তো হিন্দির দেশ না...

হিন্দি ছবি কেন আসবে? এটা তো হিন্দির দেশ না : ডিপজল

আজ শনিবার (২৫ ফেব্রুয়ারি) বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির পারিবারিক মিলন মেলায় উপস্থিত হন ডিপজল। এসময় সাংবাদিকদের সাথে বিভিন্ন প্রশ্নের সম্মুখিন হন তিনি। কথা প্রসঙ্গে উঠে আসে আমদানি করে দেশের সিনেমা হলে হিন্দি ছবি চালানোর বিষয়টি।

ভারতীয় হিন্দি ছবি আমদানির বিপক্ষে আগেই নিজের অবস্থান জানিয়েছেন ঢাকাই সিনেমার প্রযোজক ও অভিনেতা মনোয়ার হোসেন ডিপজল। আরও একবার হিন্দি ছবি নিয়ে নিজের অবস্থানের কথা জানালেন এই খল-অভিনেতা। ডিপজল পুনর্ব্যক্ত করে বলেন, ‘ভাষার মাসে কেন হিন্দি সিনেমা আসবে? অন্য কালচার কেন, হিন্দি ভাষা কেন ভাষার মাসে ঢুকবে। এটা আমি সমর্থন করি না।’

ডিপজল আরও বলেন, ভারত থেকে বাংলা ছবি আসুক। সেটাতে আমার আপত্তি নেই। বাংলা ছবিতো আসেই, এসে তো আবার পিছনে হটে যায়। কিন্তু হিন্দি কেন আসবে? এটা তো হিন্দির দেশ না। এটা বাংলাদেশ, এখানে যদি কলকাতার বাংলা ছবি আসে, সেটা আসুক।’

হিন্দি ছবি আনার পক্ষে চলচ্চিত্রের বিভিন্ন সংগঠন অবস্থান নেয়ায় তাদেরও এসময় সমালোচনা করেন ডিপজল। আপদকালীন হিন্দি সিনেমা দেশে আনায় কোনো সমাধান দেখছেন না এই অভিনেতা।

হিন্দি ছবি থেকে শিল্পী সমিতির ১০ শতাংশ লভ্যাংশ দাবির বিষয়ে এই অভিনেতা বলেন, হিন্দি সিনেমার কাছে ৫ পার্সেন্ট বা ১০ পার্সেন্ট দাবি করা বেআইনি। হিন্দি সিনেমার কাছে কমিশন দাবি কেন করবে। পারলে কিছু করে দেখাক। তারা কেন হিন্দি সিনেমার কাছে লভাংশ দাবি করবে? তারা যদি শিল্পীদের কল্যাণে কাজ করতে চায় অন্য ভাবে করুক। নিজেরা কিছু করুক, বা সরকার থেকে কিছু করুক। কমিশন নিয়ে কেন করবে?

Advertisement