Homeঅন্যান্যহাট কাঁপাতে প্রস্তুত সুমনের ‘টানেল’

হাট কাঁপাতে প্রস্তুত সুমনের ‘টানেল’

চট্টগ্রামের যোগাযোগ ব্যবস্থায় আমূল পরিবর্তন আনা দৃষ্টিনন্দন টানেলের নামে এবার কোরবানির পশুর নামকরণ করা হয়েছে। খামারি আনছারুল হক সুমন শখ করে তার ১৫ মণ ওজনের একটি গরুর নাম রেখেছেন ‘টানেল’। এই গরুটি তিনি আসন্ন কোরবানির জন্য প্রস্তুত করেছেন।

উপজেলার আনোয়ারা-বাঁশখালী পিএবি সড়কের শোলকাটা ধানপুরাহাট রাস্তার মাথা এলাকার ‘এলএন এগ্রো’ নামে একটি খামারে বেড়ে উঠছে ‘টানেল’। এটি ছাড়াও খামারটিতে রয়েছে ছোটবড় আরো ২৬টি গরু। কোরবানি উপলক্ষে দেশীয় পদ্ধতিতে মোটাতাজাকরণ করা হয়েছে এসব গরু- জানিয়েছেন খামারটির স্বত্বাধিকারী আনছারুল হক সুমন।

তিনি বলেন, আমি পেশায় চাকরিজীবী। ক’রোনার সময় যখন সবকিছু বন্ধ, তখন শখ করে গরু লালনপালন শুরু করি। এরপর ধীরে ধীরে এটি পেশায় পরিণত হয়েছে। প্রতিবছরই কোরবানি উপলক্ষে সম্পূর্ণ দেশিয় পদ্ধতিতে সবুজ ঘাস-খড়ের পাশাপাশি খৈল, ছোলা ও ভুসি খাওয়ানোর মাধ্যমে বড় বড় গরু প্রস্তুত করি।

তিনি আরো বলেন, কর্ণফুলী নদীর তলদেশে নির্মিত টানেল আমাদের আনোয়ারা উপজেলার মানুষের জন্য অনেক বড় পাওয়া। ফলে টানেলকে স্মরণীয় করে রাখতেই গরুর এ নাম বেছে নেয়া হয়েছে। গরুটির ওজন আনুমানিক ১৫ মণ। দাম হাঁকা হয়েছে ছয় লাখ টাকা।

আনোয়ারা উপজেলা প্রাণিসম্পদ অধিদফতর সূত্রে জানা গেছে, উপজেলার ১১টি ইউনিয়নে ছোট-বড় খামার রয়েছে ১০০টি। এর বাইরে উপজেলার অন্তত ৩০ হাজার পরিবার ব্যক্তিগতভাবে গরু, মহিষ, ছাগল পালন করেন। সব মিলিয়ে উপজেলায় কোরবানির জন্য ২৫ হাজার ৩৮৭টি ষাড়, আট হাজার ৬০২টি বলদ, তিন হাজার ৩৫২টি গাভী, নয় হাজার ৭১৮টি মহিষ, ১৬ হাজার ২৪৪টি ছাগল, তিন হাজার ৪৬টি ভেড়া, অন্যান্য ১৪টিসহ মোট ৬৬ হাজার ৩৬৩টি পশু প্রস্তুত রয়েছে।

উপজেলায় কোরবানির পশুর চাহিদা রয়েছে ৫২ হাজার ৩৩৮টি। চাহিদার চেয়ে বেশি পশু থাকায় নিজেদের চাহিদা মিটিয়ে বাইরের বাজারগুলোতে এসব পশু বিক্রি করা হবে বলে জানান অধিদফতরের কর্মকর্তারা।

উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা সমরঞ্জন বড়ুয়া বলেন, আনোয়ারায় প্রায় ৪০ হাজার মানুষ পশু কোরবানি করে থাকেন। এবার কোরবানির জন্য প্রায় ৬৭ হাজার পশু প্রস্তুত করা হয়েছে, যা দিয়ে চাহিদা মিটবে। কেউ যেন অসদুপায়ে কোরবানির পশু মোটাতাজা না করেন, সেই লক্ষ্যে আমরা বিভিন্ন এলাকায় সচেতনতানূলক ক্যাম্পিং করেছি। পাশাপাশি ভেটেরিনারি ফার্মেসিগুলোতে যেন নিম্নমানের ওষুধসামগ্রী রাখা ও বিক্রি না হয় সেটি মনিটরিং করা হচ্ছে।

Advertisement