Homeঅন্যান্য‘হাইব্রিড সূর্যগ্রহণ’ দেখা যাবে বৃহস্পতিবার

‘হাইব্রিড সূর্যগ্রহণ’ দেখা যাবে বৃহস্পতিবার

হাইব্রিড সূর্যগ্রহণের মত বিরল মহাজাগতিক দৃশ্য দেখা যাবে আগামী বৃহস্পতিবার। এ সময় সূর্যের ওপর পড়া চাঁদের ছায়াটি ছোট হওয়ায় পুরোপুরি ঢাকা পড়বে না সূর্য। এমন দৃশ্য এর আগে দেখা গিয়েছিল ২০১৩ সালে। তবে এটি শুধু অস্ট্রেলিয়া থেকেই দেখা যাবে।

চলতি মাসেই পূর্ণগ্রাস সূর্যগ্রহণের সময় প্রত্যক্ষ করা যাবে এক বিরল মহাজাগতিক দৃশ্য। মহাকাশ গবেষণা সংস্থা নাসা এই সূর্যগ্রহণের নাম দিয়েছে বিরল হাইব্রিড সূর্যগ্রহণ। এই সূর্যগ্রহণে চাঁদের ছায়া সূর্যকে পুরোপুরি আড়াল করতে পারবে না।

হাইব্রিড সূর্যগ্রহণে সূর্যের আলোকময় বৃত্ত চাঁদের ছায়াকে ছাপিয়ে যাবে। মাঝে অন্ধকার, আর চারপাশে সোনালি বলয়ের কারণে সূর্যকে একটি স্বর্ণের আংটির মতো মনে হবে। আর সাধারণ সূর্যগ্রহণের মতো চারদিক পুরোপুরি অন্ধকারে ঢেকে যাবে না।

মহাকাশ বিজ্ঞানীরা জানান, দুটি হাইব্রিড সূর্যগ্রহণের মাঝে সাধারণত ১০০ বছরের ব্যবধান থাকে। তবে মাত্র ১০ বছর আগেই ২০১৩ সালে আর একটি হাইব্রিড সূর্যগ্রহণ হয়েছিলো। এবারের হাইব্রিড সূর্যগ্রহণ শুধুমাত্র অস্ট্রেলিয়ার পশ্চিম উপকূলের এক্সমাউথ শহর থেকেই পুরোপুরি দেখা যাবে, জানিয়েছে নাসা। পুরো গ্রহণ স্থায়ী হবে ৭৬ সেকেন্ড।

এছাড়া নিউজিল্যান্ড, ফিলিপাইন এবং দক্ষিণ-পূর্ব এশিয়া থেকে আংশিক সূর্যগ্রহণ দেখা যাবে। ২০২৩ সালের এটিই প্রথম সূর্যগ্রহণ, এ বছরের শেষ সূর্যগ্রহণ হবে ১৪ অক্টোবর।

Advertisement