Homeঅন্যান্যস্বর্ণের চেন নিয়ে পালালো পিঁপড়ার দল

স্বর্ণের চেন নিয়ে পালালো পিঁপড়ার দল

সম্প্রতি এমনই একটা ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। ভিডিওটিতে দেখা যায় একটি স্বর্ণের চেন নিয়ে পালিয়ে যাচ্ছে একদল পিঁপড়া। সাধারণত মিষ্টির প্রতি পিঁপড়ার আগ্রহ থাকে বেশি। ফ্রিজে মিষ্টি রাখলে অনেক সময় সেখানেও ঢুকে যায় পিঁপড়া। পিঁপড়ার সাথে মিষ্টির বেশি সম্পর্ক। তবে স্বর্ণের গহনার ওপর পিঁপড়ার লোভ, যেন ভাবাই যায় না।

ইন্ডিয়ান ফরেস্ট সার্ভিসের (আইএফএস) কর্মকর্তা সুশান্ত নন্দ ওই ভিডিও টুইটারে শেয়ার করে বলেন, কালো পিঁপড়ার দলকে স্বর্ণের মতো দেখতে একটি চেন পাথুরে পথে বয়ে নিয়ে যেতে দেখা গেছে। শেয়ার করা ওই ভিডিওতে ছোট্ট একটি ক্যাপশন দেন নন্দ। তিনি লেখেন ‘খুদে স্বর্ণ পাচারকারীরা! প্রশ্ন হলো কোন ধারায় তাদের বিরুদ্ধে মামলা হবে?’ তবে ভিডিওটি পুরোনো।

ভিডিওটি দেখে মনে হয়েছে, চলাফেরার সময় দেয়ালের ফাটল থেকে পিঁপড়ার দল স্বর্ণের চেনটি সরিয়ে নিয়ে গেছে। বিস্ময়কর এই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনার ঝড় তুলেছে।

ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন:

Advertisement