Homeসব খবরজেলার খবরসোয়া দুই কোটি টাকার পথহারা সেতু

সোয়া দুই কোটি টাকার পথহারা সেতু

নদীর মধ্যে সুন্দর সেতু। খরচ সোয়া দুই কোটি টাকা। সেতুর মূল অবকাঠামোর নির্মাণকাজ শেষ হয় ২০২১ সালে। কিন্তু সংযোগ সড়ক না থাকায় অকেজো পড়ে আছে সেতুটি। সিরাজগঞ্জের চৌহালী উপজেলায়। বিনানই গ্রামের বীর মুক্তিযোদ্ধা আব্বাস আলী ও শিক্ষক মিজানুর রহমান জানান, নদীর প্রস্থের তুলনায় ব্রিজের দৈর্ঘ্য অনেক ছোট। এক বছরের প্রকল্প পাঁচ বছরেও শেষ হয়নি।

সিরাজগঞ্জের চৌহালী উপজেলায় ভুল নকশায় সোয়া দুই কোটি টাকা ব্যয়ে একটি ব্রিজ নির্মাণের পর দুই বছর ধরে তা অকেজো অবস্থায় পড়ে আছে। ব্রিজটি সচল করতে আরো সাড়ে তিন কোটি টাকা ব্যয়ে সম্প্রসারণ ব্রিজ নির্মাণের উদ্যোগ নিয়েছে স্থানীয় সরকার বিভাগ (এলজিইডি)।

বৃহত্তর পাবনা ও বগুড়া গ্রামীণ অবকাঠামো উন্নয়ন শীর্ষক প্রকল্পের আওতায় ব্রিজটি নির্মাণে দুই কোটি ২৩ লাখ ৮১ হাজার ৭৫০ টাকা ব্যয় ধরা হয়। ৫২ মিটার দৈর্ঘ্যের ব্রিজটি নির্মাণে ঠিকাদারি প্রতিষ্ঠান র‌্যাব আরসি প্রাইভেট লিমিটেডের সঙ্গে ২০১৭ সালের ৫ ডিসেম্বর চুক্তি স্বাক্ষর হয়।

চুক্তি মোতাবেক ২০১৮ সালের ৪ ডিসেম্বরের মধ্যে ব্রিজটি নির্মাণের কথা থাকলেও ঠিকাদারি প্রতিষ্ঠান ২০২১ সালের নভেম্বরে মূল অবকাঠামো নির্মাণ শেষ করে। কিন্তু দুই পাশের সংযোগ সড়ক আজও নির্মিত হয়নি। বিনানই গ্রামের বীর মুক্তিযোদ্ধা আব্বাস আলী ও শিক্ষক মিজানুর রহমান জানান, নদীর প্রস্থের তুলনায় ব্রিজের দৈর্ঘ্য অনেক ছোট। এক বছরের প্রকল্প পাঁচ বছরেও শেষ হয়নি।

সূত্র: কালের কণ্ঠ অনলাইন।

Advertisement