Homeসব খবরবিনোদন‘সোনার চর’ সিনেমাটিতে কনকনে শীতে কাদায় গড়াগড়ি খেয়েছি :...

‘সোনার চর’ সিনেমাটিতে কনকনে শীতে কাদায় গড়াগড়ি খেয়েছি : জায়েদ খান

গত বুধবার (১৭ জানুয়ারি) ‘সোনার চর’ সিনেমাটি আনকাট ছাড়পত্র পেয়েছে। সেন্সর ছাড়পত্র পেয়ে প্রেক্ষাগৃহে মুক্তির অনুমতি পেয়েছে মৌসুমী-জায়েদের সিনেমা ‘সোনার চর’। সিনেমাটিতে মৌসুমী, জায়েদ খান ছাড়াও অভিনয় করেছেন ওমর সানী।

দেশের একটি গণমাধ্যমকে জায়েদ বলেন, ‘গ্রামীণ পটভূমির এই গল্পের প্রয়োজনে আমাকে কখনও লুঙ্গি–গামছা নিয়ে ক্যামেরার সামনে হাজির হতে হয়েছে। সেই আমলের ড্রেসআপ ছিল। দুই বছর ধরে চুল বড় করেছি। এ লুকগুলো সামনে এলে অনেকেই ট্রল করে। বিশেষ করে একটা দৃশ্য ছিল, যেখানে কাদায় গড়াগড়ি খেতে হয়েছে। ওই দৃশ্যটির শুটিং হয়েছিল শীতের সময়। কনকনে শীতের সকাল আটটায় কাদায় গড়াগড়ি খেয়েছি, সেটাই এখন প্রশংসা পাচ্ছে। আমি জানতাম, এখানে অভিনয় ভালো করেছি। কিন্তু অনেকের স্বভাব কোনো কিছু বিচার না করে একটা মন্তব্য করে ফেলে। আপনাদের অনুরোধ করব, সিনেমাটি দেখুন।’

জায়েদ খান তার ফেসবুকে লিখেছেন, ‘বছরের শুরুতে আমার অভিনীত চলচ্চিত্র ‘সোনার চর’ সেন্সর ছাড়পত্র পেয়েছে। খুব শিগগির মুক্তির তারিখ ঘোষণা করা হবে। সবাইকে সিনেমা হলে এসে চলচ্চিত্রটি দেখার জন্য আমন্ত্রণ রইল।’

জানা গেছে, ‘সোনার চর’ সিনেমা জায়েদের ক্যারিয়ারে সবচেয়ে বেশি শ্রম দেয়া সিনেমা। এ সিনেমায় একজন মুক্তিযোদ্ধার চরিত্রে অভিনয় করেছেন তিনি। তার চরিত্রটির নাম মানিক। চরিত্রের প্রয়োজনে প্রায় দুই বছর চুল কাটেননি তিনি। নিজেকে ভাঙা গড়ার খেলা চলেছে সিনেমাটিতে।

Advertisement