Homeসব খবরক্রিকেট‘সেরাটা দিতে পারলে আমরা যেকোনো দলকে হারাতে পারি’

‘সেরাটা দিতে পারলে আমরা যেকোনো দলকে হারাতে পারি’

আগামী ২ জুন টি-টোয়েন্টি বিশ্বকাপের নবম আসরের পর্দা উঠছে। বাংলাদেশ তাদের প্রথম ম্যাচে মাঠে নামবে ৮ জুন শ্রীলঙ্কার বিপক্ষে। এবারের বাংলাদেশ দল নিয়ে অনেক প্রত্যাশা রয়েছে সমর্থকদের। অনেক অভিজ্ঞ টাইগার ক্রিকেটারদের শেষ বিশ্বকাপও হতে যাচ্ছে এটি।

এবারের বাংলাদেশ দলে যারা সুযোগ পেয়েছেন, তাদের সাক্ষাৎকার প্রকাশ করছে বিসিবি। বৃহস্পতিবার (৩০ মে) তানজিম সাকিবের সাক্ষাৎকার প্রকাশ করে তারা। সেই সাক্ষাৎকারে সাকিব জানিয়েছেন নিজের অনুভূতির কথা।

বাংলাদেশের হয়ে ২০১২ সালে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয়েছেন তানজিম হাসান সাকিব। তবে এবারই প্রথমবার বড়দের কোনো বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েছেন উদীয়মান এই পেসার। বাংলাদেশের হয়ে লাল-সবুজ পতাকা ওড়ানোর সুযোগ পাওয়ায় তাঁর স্বপ্ন পূরণ হয়েছে বলে জানিয়েছেন তিনি।

প্রত্যেক দলেই ইচ্ছা থাকে বিশ্বকাপ জয়ের। বাংলাদেশও এর ব্যতিক্রম নয়। বাংলাদেশের বর্তমান দলটা বেশ শক্তিশালী। যদিও মাঠে তারা ভালো পারফর্ম করতে পারছে না। তবে সাকিব মনে করেন, বাংলাদেশের এই দল যেকোনো দলকে হারাতে পারে।

নিজের প্রথম হলেও বিশ্বকাপ নিয়ে খুবই আত্মবিশ্বাসী তানজিম সাকিব। বিশ্বকাপে বাংলাদেশ যেকোনো দলকে হারাতে পারে বলে এমন হুংকারও দিয়ে রেখেছেন প্রতিপক্ষদের। তানজিম সাকিব বলেন, ‘আমাদের দল নিয়ে আমি খুবই আত্মবিশ্বাসী। আমাদের দল মানসিকভাবে দৃঢ় আছে, বন্ডিংও খুবই শক্তিশালী। আমরা চাইলে যেকোনো দলকে হারাতে পারি। আমাদের ১১ জন যদি মাঠে সেরাটা দিতে পারে, তাহলে কোনো দল আমাদের সামনে ব্যাপার না ইন শা আল্লাহ। আমরা যেকোনো দলকে হারানোর দক্ষতা রাখি।’

গত বছর অনুষ্ঠিত ওয়ানডে বিশ্বকাপ স্কোয়াডেও ছিলেন তানজিম সাকিব। ধারাবাহিক পারফর্মেন্সের জন্য এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপেও জায়গা হয়েছে তার। বিশ্বকাপ দলে জায়গা পাওয়াটা যে ক্রিকেটারদের জন্য স্বপ্নের মতো তাও জানিয়েছেন সাকিব।

তিনি বলেন, ‘প্রত্যেক খেলোয়াড়ের স্বপ্ন থাকে নিজের দেশের হয়ে বিশ্ব ক্রিকেটে প্রতিনিধিত্ব করার। বিশ্বকাপ স্কোয়াডে থাকাটা আমার কাছে স্বপ্নের মতো।’

Advertisement