Homeসব খবরজেলার খবরসূর্যমুখী চাষে সফল চাষিরা

সূর্যমুখী চাষে সফল চাষিরা

এই সময়ে অপ্রচলিত বিভিন্ন ধরনের ফসল চাষে লাভবান হচ্ছেন চাষিরা। এমনই একটি ফসল সূর্যমুখী। পতিত জমিতে সূর্যমুখী চাষ করে স্বপ্ন বুনছেন কিশোরগঞ্জ সদরের মহিনন্দ ইউনিয়নের মাইজপাড়া গ্রামের প্রান্তিক চাষিরা।

সরেজমিনে গিয়ে দেখা যায়, গ্রামটিতে প্রথমবারের মতো পরীক্ষামূলক চাষ করেছেন চাষিরা। চলতি বছর সুর্যমুখীর বাম্পার ফলন হয়েছে। এছাড়াও এবছর ভাল দাম পাবেন বলেও আশা করছেন তারা।

চাষি শরিফ শেখ বলেন, এবারই প্রথম সূর্যমুখীর চাষ করেছি। সয়াবিনের চেয়ে সূর্যমুখীর তেল ‍মানসম্পন্ন। বাজারে যেমন রয়েছে চাহিদা, তেমনই রয়েছে দাম। ফুল থেকে উৎপাদিত বীজও ভালো দামে বাজারে বিক্রি হয়।

চাষিরা জানান, স্থানীয় কৃষি কর্মকর্তাদের পরামর্শে এবারই প্রথম সুর্যমুখীর চাষ করছি। আগে ধান কাটার পর জমি গুলো খালিই পরে থাকতো। ফলন মোটামুটি ভালই এসেছে। বাজারে ভাল দাম পেলে আগামীতে আরও বেশি পরিসরে চাষ করব বলেও চাষিরা জানান।

সদর উপজেলা কৃষি অফিসের তথ্যমতে, মহিনন্দ ইউনিয়নে এবারই প্রথম পরীক্ষামূলকভাবে এর চাষ হয়েছে। রোপা আমন কাটার পর প্রায় ৫০-৬০ হেক্টর জমি পতিত অবস্থায় থাকে। জমিগুলোতে পাট চাষ করতেন। এবার মধ্যবর্তী সময়ে পরীক্ষামূলকভাবে সূর্যমুখী চাষ করেছেন।

Advertisement