Homeসব খবরক্রিকেটসুযোগ পেলে আবারও বাংলাদেশে আসবো : ডু প্লেসি

সুযোগ পেলে আবারও বাংলাদেশে আসবো : ডু প্লেসি

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) অ’ষ্টম আসরের চ্যাম্পিয়ন হয়েছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। ফাইনালে ফরচুন বরিশালকে ১ রানে হারিয়ে নিজেদের তৃতীয় শিরোপা ঘরে তুলে দলটি। কুমিল্লার জার্সিতে প্রথমবারের মত বিপিএল খেলতে এসেছিলেন দক্ষিণ আফ্রিকান তারকা ফাফ ডু প্লেসি।

আসর শুরু হওয়ার আগেই চমক দেয় কুমিল্লা। ইংলিশ অলরাউন্ডার মঈন আলি, উইন্ডিজ তারকা সুনিল নারিন ও প্রোটিয়া তারকা ডু প্লেসিকে দলে নিয়ে বড় চমক দেয় তারা। বিপিএলের এবারের আসরে কুমিল্লাকে চ্যাম্পিয়ন করতে তাদের অবদান ছিল অনেক।

নারিন ও মঈন এর আগে বিপিএলে খেললেও ডু প্লেসি প্রথমবারের মত বিপিএল মাতালেন। প্রথমবারের মত বিপিএলে খেলতে এসে বাংলাদেশের আতিথেয়তার প্রশংসা করেছেন তিনি। সুযোগ পেলে আবারও বাংলাদেশে আসবেন বলে জানিয়েছেন তিনি। তিনি বলেন, বাংলাদেশ অনেক অতিথি আপ্যায়ন, সুযোগ পেলে আমি অবশ্যই এখানে আবার খেলতে আসবো।

উল্লেখ্য, এবারের বিপিএলে ১১ ম্যাচ খেলে ৩৬.৮৭ গড়ে ২৯৫ রান করেছেন ডু প্লেসি। যেখানে ১টি হাফসেঞ্চুরি ও ১টি সেঞ্চুরি রয়েছে। সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় পাঁচে আছেন তিনি।

Advertisement