Homeসব খবরবিনোদনসিয়ামের সামনে অঝোরে কাঁদলেন ফারিয়া!

সিয়ামের সামনে অঝোরে কাঁদলেন ফারিয়া!

সদ্য মুক্তিপ্রাপ্ত ‘অপারেশন্স সুন্দরবন’ সিনেমায় ঢাকাই সিনেমার নতুন জুটি সিয়াম আহমেদ ও নুসরাত ফারিয়ার কেমিস্ট্রি দর্শকদের নজর কেড়েছে। দেশের প্রথম ওয়াইল্ড লাইফ অ্যাকশন থ্রিলার সিনেমা ‘অপারেশন সুন্দরবন’ মুক্তির আগে প্রচারণায় সরব ছিলেন এই জুটি। বিভিন্ন জায়গায় ছুটে গেছেন তারা। প্রচারণার সময়ও কেমিস্ট্রি জমিয়েছেন সিয়াম-ফারিয়া।

‘অপারেশন সুন্দরবন’-এর প্রচারণার অংশ হিসেবে একটি শো-তে হাজির হয়েছিলেন এই জুটি। সেখানে একটি সেগমেন্টে সিয়ামের সামনে ডায়লগ দিতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন ফারিয়া। সেই মুহূর্তটুকু সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন নায়িকা। ফারিয়া লিখেছেন, ‘এই গেম সেগমেন্টে আমাকে কাঁদতে বলা হয়েছিল। এটির জন্য ২০ সেকেন্ড সময় ছিল। এখানে ফলাফল।’

উল্লেখ্য, গত শুক্রবার (২৩ সেপ্টেম্বর) দেশের বিভিন্ন প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে ‘অপারেশন সুন্দরবন’। সুন্দরবনে জলদস্যুদের তৎপরতার বিরুদ্ধে র‍্যাবের দুঃসাহসিক অভিযান নিয়ে সিনেমাটি নির্মাণ করেছেন দীপঙ্কর দীপন। এতে সিয়াম-ফারিয়া ছাড়াও বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন রিয়াজ, রোশান, দর্শনা বনিক, মনোজ প্রামাণিক প্রমুখ।

Advertisement