Homeসব খবরজেলার খবরসিলেটে ভূমিকম্পে হেলে পড়লো বহুতল ২ ভবন

সিলেটে ভূমিকম্পে হেলে পড়লো বহুতল ২ ভবন

কয়েক দফা ভূমিকম্পের পর সিলেট নগরীর পণিটুলা এলাকায় দুটি বহুতল ভবন হেলে পড়ার সংবাদে রাতের মধ্যেই লোকজন সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে সিলেট সিটি কর্পোরেশন।

শনিবার রাত ১০টায় সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী পনিটুলার পল্লবী আবাসিক এলাকায় আহাদ টাওয়ারসহ আরও একটি ঝুঁকিপূর্ণ ভবন পরিদর্শনে গিয়ে এ নির্দেশনা দেন। এসময় তিনি সাংবাদিকদের বলেন, আমরা বিল্ডিং পরিদর্শন করেছি। রাতেই মানুষ জনকে নিরাপদে সরিয়ে নেওয়ার নির্দেশনা দেয়া হয়েছে।

তিনি বলেন, ভবন নির্মাণে নীতিমালা অনুসরণ করা হয়েছে কি না তাও যাচাই করে দেখা হচ্ছে। ভবনটি আগে থেকেই ঝুঁকিপূর্ণ না ভূমিকম্পে হেলে পড়েছে তা তদন্ত করা হবে।

এসময় তিনি বলেন, এ বিষয়ে জিরো টলারেন্স ঘোষণা করা হলো। নগরীতে ঝুঁকি এড়াতে রবিবার থেকে সিসিকের নির্বাহী ম্যাজিস্ট্রেট অভিযান পরিচালনা করবে। বিল্ডিং পরিদর্শনকালে সিলেট মেট্রোপলিটন পুলিশের ডিসি উত্তর আজবাহার আলী শেখ, জালালাবাদ থানার ওসি নাজমুল হুদা খানসহ সিলেট সিটি করপোরেশনের ইঞ্জিনিয়ারবৃন্দ উপস্থিত ছিলেন।

গতকাল শনিবার সকালে সিলেটে কয়েকদফা ভূমিকম্প হলে চারদিকে আতঙ্ক ছড়িয়ে পড়ে। যদিও বিশেষজ্ঞরা বলছেন, এতে আতঙ্কিত হওয়ার কিছু নেই। তবে আগামী ৭দিন সতর্ক থাকার কথা বলা হয়েছে।-ইত্তেফাক

Advertisement