Homeসব খবরক্রিকেটসিরিজ জয়ে টাইগারদের ফখরুলের অভিনন্দন

সিরিজ জয়ে টাইগারদের ফখরুলের অভিনন্দন

শ্রীলঙ্কার বিপক্ষে এক ম্যাচ বাকি থাকতেই ২-০ তে সিরিজ জয় নিশ্চিত করায় জাতীয় ক্রিকেট দলের খেলোয়াড়, কোচ ও কর্মকর্তাসহ সংশ্লিষ্ট সকলকে অভিনন্দন জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মঙ্গলবার রাতে বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শায়রুল কবির খান মহাসচিবের অভিনন্দন বার্তা জানান।

শায়রুল বলেন, জাতীয় ক্রিকেট দল সম্মিলিতভাবে সবাই দায়িত্বশীল, শৃঙ্খলিত এবং প্রতিপক্ষের চেয়ে ভালো ক্রিকেট খেলেছে বলেই সিরজ জয় সম্ভব হয়েছে বলে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মন্তব্য করেন।

জাতীয় ক্রিকেট দলের এই জয়ের ধারা ভবিষ্যতে অব্যাহত থাকবে বলেও আশাবাদ ব্যক্ত করেন বিএনপি মহাসচিব।

Advertisement