Homeসব খবরজেলার খবরসিরাজগঞ্জে ১০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে এলাচি লেবু!

সিরাজগঞ্জে ১০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে এলাচি লেবু!

সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জে উপজেলায় কমেছে লেবুর দাম। বাজারে আমদানি বৃদ্ধি পাওয়ায় কমেছে লেবুর দাম বলে দাবী ব্যবসাীদের। আর এদিকে লেবু দাম কমায় হতাশ চাষিরা। উপজেলার বিভিন্ন কাঁচাবাজারে দেখা যায়, বিপুল পরিমাণ লেবুর আমদানি হয়েছে। বাজারে প্রতি কেজি এলাচি লেবু বিক্রি হচ্ছে ১০ টাকায়। আর দেশি কাগজি লেবু বিক্রি হচ্ছে ৫ টাকা হালি।

হাটে লেবু বিক্রি করতে আসা লেবুচাষি ওসমান গণি বলেন, করোনা প্রকোপের সময় লেবুর খুবই চাহিদা ছিল। সে সময় এলাচি লেবু প্রতি হালি তিনি বিক্রি করেছি ২০ টাকায়। দেশি কাগজি লেবু ৩০ টাকা হালি। লেবুর চাহিদা থাকায় প্রায় ১ বিঘা জমিতে লেবু চাষ করেছি। গাছে প্রচুর পরিমানে লেবু ধরেছে।

তিনি আরও বলেন, গাছে গাছে প্রচুর লেবু ধরেছে। এর আগে ভালো দাম পেয়ে ছিলাম। তাই আমার দেখাদেখি এলাকার অনেকেই লেবু চাষ করেছে। এ বছর লেবুর ভালো ফলন হয়েছে। কিন্তু চাহিদা কম। প্রতিদিন লেবু বাগান থেকে প্রায় দেড় মণ হারে লেবু তুলতে হচ্ছে। গাছে লেবু থাকলে পেকে যাচ্ছে। বাধ্য হয়ে পানির চেয়েও কম দামে লেবু বিক্রি করছি।

উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. শহিদুল ইসলাম বলেন, রায়গঞ্জ উপজেলায় দুই-এক জন শৌখিন লেবুচাষি ছাড়া বাণিজ্যিকভাবে চাষ করা উল্লেখযোগ্য কোনো লেবুর বাগান নেই। তবে পার্শ্ববর্তী বগুড়া জেলার বিভিন্ন অঞ্চল থেকে রায়গঞ্জ এলাকায় প্রচুর লেবু আমদানি হচ্ছে।

Advertisement