Homeসব খবরবিনোদনসারপ্রাইজ দিতে বাসায় হাজির তৌসিফ, কাঁদলেন সেই ভক্ত

সারপ্রাইজ দিতে বাসায় হাজির তৌসিফ, কাঁদলেন সেই ভক্ত

অভিনেতা তৌসিফ মাহবুবের সঙ্গে দেখা করার জন্য ইমন নামে এক ভক্ত গত পাঁচ বছর ধরে চেষ্টা করছিলেন। কিন্তু অনেকজন অনেকভাবে আশ্বাস দিলেও দেখা করতে পারেননি তিনি। বরং প্রতারণার শিকার হয়েছেন; ছিনতাই হয়েছে তার মুঠোফোন। কয়েক দিন আগে তার ফ্যান ক্লাবের মাধ্যমে এ ঘটনা জানতে পারেন তৌসিফ। তারপর ইমনের সঙ্গে ভিডিও কলে কথা বলেন এই অভিনেতা।

ভিডিও কলে কথা বলার পর তার সঙ্গে দেখা করার পরিকল্পনা করেন তৌসিফ। না জানিয়ে ঢাকা থেকে ছুটে যান নারায়নগঞ্জে ইমনের বাসায়। তারই একটি ভিডিও ফেসবুকে আজ শেয়ার করেছেন তৌসিফ। তাতে দেখা যায়, আকস্মিকভাবে ইমনের বাসায় হাজির হন তৌসিফ। প্রিয় অভিনেতাকে কাছে পেয়ে কান্নায় ভেঙে পড়েন ভক্ত। অনেক বুঝিয়ে তাকে শান্ত করেন তৌসিফ। পাশাপাশি তৌসিফ একটি ফোন উপহার দেন তাকে। কিন্তু এটি নিতে অপারগতা প্রকাশ করেন তিনি।

ভিডিওতে দেখা যায়, ইমন বলেন—‘আমি ভাবতেই পারিনি আপনি আসবেন। আপনি এসেছেন আমার আর কিছুই লাগবে না।’ জবাবে তৌসিফ বলেন, ‘না, তোমাকে এটা নিতেই হবে।’ এরপর ইমন নিজ হাতে আনবক্স করেন উপহারের প্যাকেটটি। আর এই অল্প সময়ের মধ্যে অন্তর্জালে এখন ভা’ইরাল।

এ বিষয়ে অভিনেতা তৌসিফ মাহবুব বলেন, ‘ইমনের বিষয়টি শুনেই সিদ্ধান্ত নিয়েছিলাম তার সঙ্গে দেখা করবো। আজকে পরিচালক রাফাত মজুমদার রিংকু ভাইয়ের নাটকের শুটিং ছিল, বিষয়টি শুনে তিনি নিজেও শুটিং রেখে আমাকে যাওয়ার জন্য উৎসাহ দিয়েছেন। এরপর আমি ইমনের সঙ্গে দেখা করতে চলে যাই। তার কাছে যাওয়ার আগে অনেকটা ভয় লাগছিল। কয়েকবার মনে হলো, যাব কিনা! খুব নার্ভাস লাগছিলো কারণ এমন অবস্থায় আমি আগে কখনও পড়িনি। কোনো ভক্ত আমাকে এতোটা ভালোবাসেন, সেটা চিন্তা করেই নার্ভাস হচ্ছিলাম বারবার।

‘ইমনের বাসায় যাওয়ার পর সে আমাকে জড়িয়ে ধরে কেঁদে ফেলে। এটা অন্যরকম এক অনুভূতি। আমার কোনো নাটক যদি প্রচুর হিট করে, মনে হয় তখনও আমি এতো আনন্দ পাইনি, তার সঙ্গে দেখা করে যতটা পেয়েছি।’

Advertisement