Homeসব খবরজাতীয়সাত কলেজের পরীক্ষা চলবে

সাত কলেজের পরীক্ষা চলবে

অবশেষে সিদ্ধান্তের বদল। চলবে সাত কলেজের পরীক্ষা। শিক্ষার্থীদের বিক্ষোভের মুখে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সাত কলেজের চলমান ও ঘোষিত পরীক্ষাগুলো স্থগিতের সিদ্ধান্ত থেকে সরে এসেছে কর্তৃপক্ষ। শর্তসাপেক্ষে আগের রুটিনেই পরীক্ষা নেয়ার সিদ্ধান্ত হয়েছে। বুধবার বিকালে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয় ও সাত কলেজের অধ্যক্ষদের এক ভার্চুয়াল সভায় এই সিদ্ধান্ত হয়।

শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা এম এ খায়ের এই তথ্য নিশ্চিত করে জানান, সাত কলেজের চলমান ও ঘোষিত পরীক্ষাগুলো শর্তসাপেক্ষে অনুষ্ঠিত হবে। শর্তগুলো হলো পরীক্ষা চলাকালে হোস্টেল খোলা হবে না এবং স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে।

এদিকে সাত সরকারি কলেজের প্রধান সমন্বয়ক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক এ এস এম মাকসুদ কামাল বলেন, সাত কলেজের চলমান পরীক্ষাগুলো অব্যাহত থাকবে। গতকাল এবং আজকের পরীক্ষাগুলোর তারিখ পরবর্তী সময়ে জানিয়ে দেয়া হবে।

Advertisement