Homeসব খবরবিনোদনসাকিব পলিটিক্সের ‘পি’ও জানে না, সে পলিটিক্স করবে কেন...

সাকিব পলিটিক্সের ‘পি’ও জানে না, সে পলিটিক্স করবে কেন : মিশা সওদাগর

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের জন্য শনিবার (১৮ নভেম্বর) ঢাকা-১০ আসনসহ মাগুরা-১ ও ২ আসন থেকে ক্ষমতাসীন আওয়ামী লীগের মনোনয়ন ফরম কিনেছেন ক্রিকেটার সাকিব আল হাসান।সাকিবের পক্ষে তার একজন প্রতিনিধি সংগ্রহ করেছেন মনোনয়ন ফরমগুলো। বিষয়টি সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছেন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুল আলম।

সাকিবের আসন্ন নির্বাচনে প্রার্থী হওয়া নিয়ে কথা বলছেন অনেকে। এই তালিকায় ভক্ত-শুভাকাঙ্ক্ষী, ক্রিকেটের সতীর্থ এবং শোবিজ তারকাও রয়েছেন। এর মধ্যে অন্যতম ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় খল-অভিনেতা মিশা সওদাগর।

এ অভিনেতা বলেন, সাকিব জানে কোন বল কখন কীভাবে আউট করবে, কোন বল সিক্স মারতে হয়। ও তো পলিটিক্সের ‘পি’ও জানে না। ও হঠাৎ পলিটিক্স করবে কেন? সময় আছে তো অনেক। পরে করবে। আগে অ্যাকাডেমিক করুক। সাকিব যদি আজকে চেষ্টা করে, ওকে সবাই ভালোবাসে। ও ১৮ কোটি মানুষের প্রতিনিধি। ও ওয়ার্ল্ড ক্রিকেটের প্রতিনিধি। কারণ উনি হচ্ছেন আমাদের ক্রিকেটের সবচেয়ে বড় সাইনবোর্ড। মাশরাফি যেমন খেলার একদম শেষ দিকে সংসদ নির্বাচনে গিয়েছিলেন বলেও জানান মিশা সওদাগর।

তিনি আরও বলেন, সাকিব হচ্ছে একজন অলরাউন্ডার। ওর মতো কেউ দীর্ঘ সময় ধরে অলরাউন্ডার ছিল না। দেশ ও বিশ্বকে দেয়ার মতো ক্রিকেটে অনেক কিছু রয়েছে। সাকিব অনেক ইয়াং এখনো। ওকে দেখলে মানুষ পরিবার বলবে, একটা বাংলাদেশ বলবে। আমার ছেলে সাকিব হোক, এরকম স্বপ্ন দেখবে মানুষ। আমাদের আবেগের সবচেয়ে বড় জায়গার নাম হচ্ছে ক্রিকেট। আর এই ক্রিকেটের নায়ক হচ্ছে সাকিব। এখন সে যদি আবার রাজনীতিতে চলে আসে, রাজনীতি মানে হচ্ছে―হয় মানুষ তোমার পক্ষে আসবে না হয় বিপক্ষে থাকবে। বিপক্ষের মানুষ তোমার সমালোচনা করবে। কিন্তু খেলার ক্ষেত্রে হিন্দু, মুসলিম, বৌদ্ধ ও খ্রিস্টান সবাই এক জায়গায়।

অভিনেতা মিশা সওদাগর আরও বলেন, আমি কোনোভাবেই চাই না সাকিব নির্বাচন করুক। কারণ এই বিশ্বের অনেক মা-বাবা তার সন্তানকে একজন সাকিব বানাতে চায়, ক্রিকেটার সাকিব বানাতে চায়। একজন রাজনীতিবিদ সাকিব বানাতে চাইবেই না। এই প্র্যাকটিসটা বাদ দেয়া উচিত। ওর তো ক্রিকেট নিয়ে থাকা উচিত।

ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন:

Advertisement