Homeসব খবরক্রিকেটসাকিবের অভাব হাড়ে হাড়ে টের পেয়েছি : রাসেল ডোমিঙ্গো

সাকিবের অভাব হাড়ে হাড়ে টের পেয়েছি : রাসেল ডোমিঙ্গো

গতকাল শ্রীলঙ্কা থেকে বিকালে দেশে ফিরেছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। বিমানবন্দরে সাংবাদিকদের সাথে আলাপকালে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের প্রধান কোচ রাসেল ডোমিঙ্গো জানিয়েছেন সাকিবের অভাব হাড়ে হাড়ে টের পেয়েছেন তিনি।

হজরত শাহ জালাল আন্তর্জাতিক বিমান বন্দরে রাসেল ডোমিঙ্গো বলেন, ‘সাকিবের অভাবটা দারুণভাবে অনুভূত হয়েছে। তিনি একাই তিনজন। একজন ব্যাটসম্যান, একজন বোলার এবং একজন অলরাউন্ডার। তার অনুপস্থিতির কারণে যে অভাব তৈরি হয়েছিল, সে অভাবটা পূরণ হয়নি।’

রাসেল ডোমিঙ্গো একই সঙ্গে জানিয়েছেন, করোনার প্রকোপ বাড়ন্ত হলেও তিনি ঢাকায় থেকে যাবেন। নিজ দেশে যাবেন না। শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজের পরই ছুটিতে যাওয়ার বিষয়টা চিন্তা করবেন। দলের বাজে পারফরম্যান্স নিয়ে রাসেল ডোমিঙ্গো মন্তব্য করেন, ‘আমরা ভালো খেলতে পারিনি। সুতরাং, সমালোচনা তো হবেই। এটাও পার্ট অব গেম। এগুলো মেনে নিতেই হবে।’

তবে ওয়ানডে সিরিজে সাকিব-মুস্তাফিজ ফিরলে দলের চেহারা অন্যরকম হবে বলে বিশ্বাস করেন তিনি। ডোমিঙ্গো বলেন, ‘হোমে সাকিব-মোস্তাফিজ আসলে আমরা অবশ্যই ভালো দল হবো এবং আশা করি সাফল্য পাবো বা ভালো ক্রিকেট খেলবো।’

Advertisement