Homeসব খবরজাতীয়সর্বনিম্ন তাপমাত্রা শ্রীমঙ্গলে, দেশে বইছে দুটি শৈত্যপ্রবাহ

সর্বনিম্ন তাপমাত্রা শ্রীমঙ্গলে, দেশে বইছে দুটি শৈত্যপ্রবাহ

কয়েকদিন ধরেই হাড়কাঁপানো শীতে বিপর্যস্ত রাজধানীসহ সারাদেশ। বিভিন্ন অঞ্চলের ওপর দিয়ে বয়ে যাচ্ছে মৃদু শৈত্যপ্রবাহ। সাথে ঘন কুয়াশা। কোনো দিন তো সূর্যের দেখাও মেলে না। মঙ্গলবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে শ্রীমঙ্গলে ৯ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। বৃষ্টির পূর্বাভাসসহ এসব তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদফতর।

মঙ্গলবার ঢাকার তাপমাত্রা সোমবারের তুলনায় কমে হয়েছে ১৩ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস, যা গতকাল সোমবার ছিল ১৪ ডিগ্রি সেলসিয়াস। এছাড়াও উত্তর-পশ্চিমের বিভিন্ন জেলা- রাজশাহীতে ১১ দশমিক ৮, দিনাজপুরে ১১ দশমিক ৪, পঞ্চগড়ে ১০ দশমিক ৭, বরিশালে ১০ দশমিক ৮ এবং ভোলায় ১১ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়।

অধিদফতর বলেছে, আজ মঙ্গলবার খুলনা বিভাগে হালকা বৃষ্টি বা গুঁড়িগুঁড়ি বৃষ্টি হতে পারে। তবে বুধবার বৃষ্টি ছড়িয়ে পড়তে পারে বিভিন্ন জেলায়। আর বুধবার রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগে হালকা বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

বৃষ্টির আগে তাপমাত্রা কিছুটা বাড়বে। আবার কোনো কোনো জায়গায় কুয়াশার পরিমাণটা কমে আসবে। মূলত বৃষ্টির কারণে বাতাসে শুষ্কভাব থাকবে। তবে শুষ্কভাব কেটে গেলে আবারো শীত পড়তে শুরু করবে। বিশেষ করে আগামী ২০ জানুয়ারির পর থেকে তাপমাত্রা আবারো কমার আশঙ্কা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।

Advertisement