Homeসব খবরবিনোদনসব বয়সীরাই দেখতে পারবে ‘টাইগার ৩’

সব বয়সীরাই দেখতে পারবে ‘টাইগার ৩’

সালমান খানের অসন্ন সিনেমা ‘টাইগার ৩’। মণীশ শর্মা পরিচালিত এ সিনেমায় সালমানের বিপরীতে দেখা যাবে ক্যাটরিনাকে। কোনো ধরনের বিতর্ক বা কর্তন ছাড়াই সেন্সর ছাড়পত্র পেল সিনেমাটি।

হিন্দুস্তান টাইমস বাংলা বলেছে, ভারতীয় সেন্সর বোর্ডের পক্ষ থেকে ইউ/এ সার্টিফিকেট পেয়েছে ‘টাইগার ৩’। অর্থাৎ সব বয়সীরাই হলে গিয়ে ২ ঘণ্টা ৩৩ মিনিট দৈর্ঘ্যের এ সিনেমা দেখতে পারবে। তবে ১২ বছর বা তার কম বয়সীদের ক্ষেত্রে বাবা-মা বা কোনো অভিভাবক সঙ্গে থাকতে হবে। ৫ নভেম্বর থেকে এ সিনেমার অ্যাডভান্স বুকিং শুরু হবে বলে ভারতীয় সংবাদমাধ্যমে খবর এসেছে।

চলতি মাসের শুরুর দিকেই সহ-অভিনেত্রী ক্যাটরিনা কাইফকে ট্যাগ করে ইনস্টাগ্রামে ‘টাইগার ৩’ এর নতুন পোস্টারের সাথে মুক্তির দিনক্ষণ জানিয়েছিলেন সালমান।

‘টাইগার ৩’ তে ক্যামিও চরিত্রে অভিনয় করেছেন শাহরুখ খানও। নির্মাতা মনীশ শর্মা বলেন, বছরের শুরুতে শাহরুখের ‘পাঠান’ সিনেমায় ক্যামিও চরিত্র করেন সালমান। তেমনি ভাইজানের এই সিনেমতেও ‘জবরদস্ত’ রূপে হাজির হবেন শাহরুখ।

Advertisement