Homeসব খবরক্রিকেটসব কৃতিত্ব তোমাদের প্রাপ্য : সাকিব

সব কৃতিত্ব তোমাদের প্রাপ্য : সাকিব

এবার নিউজিল্যান্ডের মাটিতে প্রথমবারের মতো জয় পেয়েছে বাংলাদেশ। দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটিতে বুধবার ভোরে কিউদের হারিয়েছে ৮ উইকেটের ব্যবধানে। আইসিসি টেস্ট চ্যাম্পিয়নদের বিপক্ষে বাংলাদেশের ঐতিহাসিক জয় পাওয়ায় বাংলাদেশকে অভিনন্দন জানিয়েছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান।

সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে তিনি লিখেছেন, ‘কী দারুণভাবে শুরু হলো বাংলাদেশ ক্রিকেটের নতুন বছর। অধিনায়ক, খেলোয়াড় ও কোচিং স্টাফদের অনেক অভিনন্দন।’ ম্যাচটিতে বাংলাদেশের জয়ের পথ সুগম করেছেন বোলাররা। পাশাপাশি ব্যাটাররাও যে প্রথম ইনিংসে দুর্দান্ত খেলেছে সেটিও মনে করিয়ে দিয়েছেন সাকিব।

সবমিলিয়ে এ জয়ের পুরো কৃতিত্ব খেলোয়াড়দের মনে করেন সাকিব। সেটি জানিয়ে তিনি আরও লিখেছেন, ‘আমাদের ফাস্ট বোলারদের দুর্দান্ত পারফরম্যান্স। একইভাবে সব ব্যাটাররাও অসাধারণ খেলেছে। দিনটি উপভোগ করো। সব কৃতিত্ব তোমাদের প্রাপ্য।’

উল্লেখ্য, নিউ জিল্যান্ড সফরে অবশ্য যাননি সাকিব। ব্যক্তিগত কারণে তিনি ছুটি নেন। তাকে ছাড়াই নিউ জিল্যান্ড সফরে যায় বাংলাদেশ। এরপর সেখানে করোনার কড়াকড়িতে নানামুখী সমস্যায় পড়ে। অনুশীলন করার সুযোগ পায় অল্প কয়েকদিন। তারপরও বাংলাদেশ যে নিউ জিল্যান্ডের কন্ডিশনে, তাদের মাটিতে এমন জয় পাবে সেটা কেউ ভাবনি।

Advertisement