Homeসব খবরজাতীয়সবাই আচরণবিধি ভঙ্গ করলো, শোকজ খাইলাম আমি আর সাকিব...

সবাই আচরণবিধি ভঙ্গ করলো, শোকজ খাইলাম আমি আর সাকিব : নিক্সন চৌধুরী

আদালতে হাজির হয়ে নির্বাচনী আচরণবিধি ভঙ্গ করার অভিযোগের ব্যাখ্যা জমা দিয়েছেন ফরিদপুর-৪ আসনের স্বতন্ত্র প্রার্থী মজিবুর রহমান চৌধুরী নিক্সন। আজ শুক্রবার বিকেল সাড়ে ৩টার দিকে যুগ্ম জেলা ও দায়রা জজ (দ্বিতীয় আদালত) মোহাম্মদ মঈন উদ্দীন চৌধুরীর আদালতে হাজির হয়ে লিখিত ব্যাখ্যা জমা দেন নিক্সন। এ সময় সঙ্গে ছিলেন ফরিদপুর জেলা পরিষদের চেয়ারম্যান শাহদাত হোসেন ও তার আইনজীবী। পরে তিনি আদালত প্রাঙ্গণে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন।

মুজিবুর রহমান চৌধুরী নিক্সন বলেন, ‘মনোনয়ন জমা দেওয়ার সময় সারা দেশেই কিন্তু মিটিং-মিছিল হইছে। আর শোকজ খাওয়ার সময় আমি আর সাকিব আল হাসান খেলাম। আমরা জনপ্রতিনিধি, আমরা কাউকে তো দাওয়াত দিইনি। আমরা মনোনয়ন জমা দেব, কোথায় থেকে আসছে, কিভাবে আসছে, আসলে এটা আটকে রাখাও সম্ভব না।

আমরা তো ইচ্ছা করে এটা করিনি। রিটার্নিং অফিসারের কার্যালয়ে মনোনয়নপত্র জমা দিয়েছি। আমার সঙ্গে পাঁচজনের বেশি লোক ছিল না। অনেকেই জমা দিতে এসেছে, কার লোক কোথা থেকে এসেছে সেটা তো আমরা বলতে পারব না। নির্বাচনী আচরণবিধি মেনেই আমরা নির্বাচন করব।

তিনি আরো বলেন, মনোনয়ন জমা দেওয়ার সময় সারা দেশেই কিন্তু মিটিং-মিছিল হইছে। কিন্তু শোকজ খাওয়ার সময় আমি আর সাকিব আল হাসান খেলাম। আমি মনে করি, এটা দেওয়াতে ভালো হয়েছে। সবাই সাবধান হবে, পরবর্তী সময়ে যাতে কেউ নির্বাচনী আচরণবিধি ভঙ্গ না করে। প্রধানমন্ত্রী একটি সুষ্ঠু ও সুন্দর নির্বাচন চাচ্ছেন। আমরাও আমাদের কর্মী-সমর্থকদের বোঝাচ্ছি যে আপনারাও নির্বাচনটি সুষ্ঠু ও সুন্দর করতে সহযোগিতা করেন। কেউ যাতে নির্বাচনী আচরণবিধি ভঙ্গ না করে, সেটাও বোঝাচ্ছি।

নিক্সন চৌধুরী অভিযোগ করেন, মিডিয়ায় এটাকে হাইলাইট করা হয়েছে। আমার এবং সাকিব আল হাসানকে নিয়ে মিডিয়ায় বেশি প্রচার করা হয়েছে। আপনাদের দায়িত্বের জায়গা থেকেই আপনারা নিউজ প্রচার করেছেন। সবাইকেই নির্বাচনী বিধি মেনে চলা উচিত। আসলে আমাদের যে কর্মী-সমর্থক তাদের আনন্দ-উল্লাস কন্ট্রোল করা আমাদের জন্য কষ্টকর হয়ে যায়। এ কারণে মাঝেমধ্যে আচরণবিধি ভঙ্গ হয়ে যায়। আমরা তাদের বোঝাচ্ছি, নির্বাচনে যাতে তারা আচরণবিধি ভঙ্গ না করে।

নিক্সন চৌধুরী বলেন, শোকজ দেওয়া হয়েছে। আদালতে হাজির হয়ে লিখিতভাবে তার জবাব দিয়েছি। জবাবে বলেছি, আমরা আর এ ধরনের আচরণবিধি ভঙ্গ করব না। কর্মী-সমর্থকদের কেউ সতর্ক করা হয়েছে।

Advertisement