Homeসব খবরক্রিকেটসফলভাবে সিরিজ আয়োজন করায় বিসিবিকে বিশেষ ধন্যবাদ জানিয়েছে ওয়েস্ট...

সফলভাবে সিরিজ আয়োজন করায় বিসিবিকে বিশেষ ধন্যবাদ জানিয়েছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড

দীর্ঘ ১০ মাস পর ঘরের মাঠেওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে এবং দুই ম্যাচের টেস্ট সিরিজ আয়োজন করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। সফলভাবে এই সিরিজ আয়োজন করায় বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে বিশেষ ধন্যবাদ জানিয়েছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডের প্রধান নিবার্হী। মেডিকেল, লজিস্টিক ও জৈব সুরক্ষা বলয়ের মতো বিষয়গুলোর দারুণ প্রশংসা করেছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড।

বিসিবিকে দেওয়া এক চিঠিতে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডের প্রধান নিবার্হী জানিয়েছেন, “ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটের পক্ষ থেকে বিসিবিকে সিরিজটি সফল ও নিরাপদভাবে আয়োজনের জন্য ধন্যবাদ জানাই। বিসিবির সঙ্গে কাজ করে খুবই আনন্দ পেয়েছি। মেডিকেল, লজিস্টিকসহ জৈব সুরক্ষাবলয়ের মতো গুরুত্বপূর্ণ বিষয়ে আমাদের ক্রিকেটার ও সাপোর্ট স্টাফরা বিসিবির ভালো প্রশংসা করেছে।”

“আশা করি, এই সিরিজ অন্যান্য আন্তর্জাতিক দলগুলোকেও বাংলাদেশে যেতে উৎসাহী করবে। বাংলাদেশ ক্রিকেট দলকে আমাদের ধন্যবাদ জানাই এবং আমরা নিকট ভবিষ্যতে বাংলাদেশকে আমাদের ঘরের মাঠে দেখতে চাইব।’’

Advertisement