Homeসব খবরজেলার খবরসন্ধ্যার মধ্যেই তীব্র ঝড়ের শঙ্কা যেসব অঞ্চলে

সন্ধ্যার মধ্যেই তীব্র ঝড়ের শঙ্কা যেসব অঞ্চলে

দেশের চারটি অঞ্চলের ওপর দিয়ে সন্ধ্যার মধ্যে তীব্র ঝড় বয়ে যেতে পারে। একইসঙ্গে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শুক্রবার সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরের জন্য দেয়া আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানা গেছে।

আবহাওয়াবিদ খো. হাফিজুর রহমান স্বাক্ষরিত সতর্কবার্তায় বলা হয়- নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চলের ওপর তীব্র ঝড় বয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।

দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে এই ঝড় হতে পারে। বৃষ্টি বা বজ্রবৃষ্টিরও কথা জানানো হয়েছে সতর্কবার্তায়। এসব অঞ্চলের নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদফতর।

Advertisement