Homeসব খবরক্রিকেটশ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সূচি প্রকাশ, দলে ফিরছেন সাকিব-মুস্তাফিজ

শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সূচি প্রকাশ, দলে ফিরছেন সাকিব-মুস্তাফিজ

বাংলাদেশ ও শ্রীলঙ্কার মধ্যকার ওয়ানডে সিরিজের সূচি প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। আগামী ২৩, ২৫ ও ২৭ মে তিন ম্যাচ সিরিজের ওয়ানডে খেলবে দুই দল।

বিসিবি সূত্রে জানা যায়, তিনটি ম্যাচেই অনুষ্ঠিত হবে মিরপুরের শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে। এই সিরিজে দলে ফিরছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিন আল হাসান ও বাঁহাতি পেসার মুস্তাফিজুর রহমান। তারা দুইজন বর্তমানে ভারতে আইপিএল খেলছেন।

এই সিরিজ প্রসঙ্গে বোর্ডের ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান আকরাম খান বলেন, দেশে যেসব খেলোয়াড় অবস্থান করছে তাদের নিয়ে আগামীকাল থেকে প্রস্তুতি শুরু হবে। এই মুহূর্তে যারা শ্রীলংকায় আছে তারা দেশে ফিরে দুই, তিন দিনের বিশ্রামের পর ওদের সঙ্গে যোগ দিবে। ইদের ছুটি শেষ হলেই করোনা টেস্ট করে সবাইকে জৈব বলয়ে চলে যেতে হবে এবং করোনাভাইরাসের সব নিয়ম মেনেই অনুশীলন অব্যাহত রাকবে সবাই।

Advertisement