Homeসব খবরবিনোদনশ্বশুরের সঙ্গে ক্যাটরিনার দুর্দান্ত নাচ

শ্বশুরের সঙ্গে ক্যাটরিনার দুর্দান্ত নাচ

প্রেম-বিয়ে নিয়ে কম লুকাছাপা করেননি বলিউডের আলোচিত জুটি ভিকি কৌশল ও ক্যাটরিনা কাইফ। বিয়ের অনুষ্ঠানেও চূড়ান্ত গোপনীয়তার আশ্রয় নিয়েছেন তারা। এমনকি তাদের বিয়ের অনুষ্ঠানে ক্যামেরা নিয়ে প্রবেশও নিষিদ্ধ ছিল। শোনা যাচ্ছিল বিয়েতে প্রবেশের জন্য অতিথিদের দেওয়া হবে গোপন কোড। ভিক্যাট নাকি শতকোটি রুপিতে তাদের বিয়ের ভিডিও ও ছবি একটি ওটিটি প্ল্যাটফর্মে বিক্রি করেছেন। তাই নাকি এতো গোপনীয়তা।

তবে এতো রাখঢাকের পরও বিয়ের দিনই ছবি শেয়ারিং প্ল্যাটফর্ম ইনস্টগ্রামে বিয়ের ছবি দিয়েছেন দুজনই। এরপর একে একে বিবাহ পূর্ববর্তী অনুষ্ঠান হলুদ ও মেহেন্দির ছবিও ইনস্টাগ্রামে পোস্ট করেছেন ভিক্যাট। রোববার মেহেন্দি উৎসবের ছবি পোস্ট করেছেন ক্যাটরিনা। সেখানেই একটি তাকে শ্বশুর স্যাম কৌশলের সঙ্গে নাচতে দেখা গেছে।

ক্যাটরিনার শ্বশুর স্যাম কৌশলও ইনস্টাগ্রামে ভিক্যাটের বিয়ে ও হলুদের ছবি পোস্ট করেছেন। স্যাম বলিউডের একজন অভিজ্ঞ স্টান্ট কোঅর্ডিনেটর এবং অ্যাকশন ডিরেক্টর। বেশকিছু পুরস্কারও রয়েছে তার ঝুলিতে। ২০১৫ সালে মুক্তিপ্রাপ্ত ক্যাটরিনা অভিনীত ফ্যান্টম সিনেমাতেও কাজ করেছেন স্যাম।

Advertisement