Homeসব খবরজেলার খবরশীতকালীন আগাম সবজিতে স্বপ্ন দেখছেন রাজশাহীর কৃষকরা

শীতকালীন আগাম সবজিতে স্বপ্ন দেখছেন রাজশাহীর কৃষকরা

চলতি মৌসুমে আবহাওয়া অনুকূলে থাকায় ও সঠিক নিয়ম মেনে পরিচর্যা করায় আগাম সবজির বাম্পার ফলন পেয়েছেন রাজশাহীর বিভিন্ন এলাকার কৃষকরা। আর বাজারে সবজির দাম ভালো থাকায় লাভের আশা করছেন তারা। শীতকালীন আগাম সবজিতে স্বপ্ন দেখছেন রাজশাহীর কৃষকরা।

অধিক লাভজনক হওয়ায় গত কয়েক বছর থেকে নানা ধরনের সবজি চাষে ঝুঁকেছেন এ জেলার কৃষকরা। এছাড়া গত বছরের চেয়ে এ মৌসুমে অধিক লাভ ও ফলনের আশাও করছেন এ অঞ্চলের সবজি চাষিরা। আর লাভবান হলে আগামীতে সবজির চাষ আরও বৃদ্ধি পাবে বলে আশা করছেন তারা।

কৃষক আতিকুর রহমান জানান, কৃষি শ্রমিকের মজুরিসহ উপকরণের দাম বাড়ায় অন্য ফসল চাষ করে লাভ ঘরে তোলা যায় না। লাভের জন্য আমরা এখন সবজির দিকেই তাকিয়ে থাকি। এবারও বাধাকপি বেশ ভালো হয়েছে। আশা করছি গত বছরের চেয়ে এ বছর অধিক লাভবান হতে পারব।

রাজশাহী কৃষি সম্প্রসারণ অধিদফতরের কর্মকর্তারা বলেন, ২০১৮-১৯ সালে রাজশাহীতে দেশে সর্বোচ্চ ২১ হাজার ৩৩৫ হেক্টর জমিতে সবজির চাষ হয় যার কারণে দেশসেরার পুরস্কারও পেয়েছে রাজশাহী। গেল আট বছরে জেলায় ২ হাজার ৮২৭ হেক্টর জমিতে সবজি চাষ বেড়েছে। আগামীতে সবজির চাষ আরও বাড়বে বলে আশা করছি।

Advertisement