Homeসব খবরজাতীয়শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি ৬ ফেব্রুয়ারির পর আরও এক সপ্তাহ বাড়বে...

শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি ৬ ফেব্রুয়ারির পর আরও এক সপ্তাহ বাড়বে : শিক্ষামন্ত্রী

চলমান শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি আরও এক সপ্তাহ বাড়বে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। বাংলাদেশে করোনাভাইরাসের সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় গত ২১ জানুয়ারি থেকে ৬ ফেব্রুয়ারি দুই সপ্তাহের জন্য শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

এদিকে শিক্ষাপ্রতিষ্ঠান চলমান এ ছুটি আরও দুই সপ্তাহ বাড়তে পারে বলে আশঙ্কা করছিলেন বিশেষজ্ঞরা। দেশে সংক্রমণ বৃদ্ধি পেতে থাকায় শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি আরও এক সপ্তাহ বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তবে ইতোমধ্যে স্বাস্থ্যবিধি মেনে অ্যাসাইনমেন্ট কার্যক্রম পুনরায় শুরু করা হচ্ছে। ২০২২ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষার্থীদের অ্যাসাইনমেন্ট শুরু করতে মাঠ পর্যায়ে নির্দেশনা পাঠানো হয়েছে। এদিকে ইউনিসেফ’র নির্বাহী পরিচালক হেনরিয়েটা ফোর এক বিবৃতিতে বলেন, স্কুল খোলা রাখুন।

স্কুলগুলো পুরোপুরি বা আংশিক বন্ধ থাকার কারণে বর্তমানে বিশ্বে প্রায় ৬১ কোটি ৬০ লাখ শিশু ক্ষতিগ্রস্ত। কোভিড-১৯-এর ওমিক্রন ধরনটি সারা বিশ্বে যখন ছড়িয়ে পড়ছে, এটি যাতে শিশুদের পড়াশোনাকে ব্যাহত করতে না পারে, সেজন্য সব ধরনের ব্যবস্থা নিতে আমরা সরকারগুলোর প্রতি আহ্বান জানাই।

Advertisement