Homeসব খবরবিনোদনশাওন-টয়ার ভালোবাসার সংসারে দুর্ঘটনা

শাওন-টয়ার ভালোবাসার সংসারে দুর্ঘটনা

ঈদের তৃতীয় দিন রাতে সম্প্রচার হবে নাটক ‘খুনসুটি প্রেম’। আব্দুল্লাহ আল মুক্তাদিরের রচনায় নাটকটি পরিচালনা করেছেন আনিস রহমান। নাটকের গল্পে নির্মাতা তুলে ধরেছেন এক দম্পতির খুনসুটি। এতে সবার জন্য একটি বিশেষ বার্তাও দেওয়ার চেষ্টা করেছেন পরিচালক। সামান্য লোভের জন্য ধ্বংস হয়ে যেতে পারে একটি সাজানো সংসার- এটাই তুলে ধরা হয়েছে নাটকে।

গল্পে দেখা যাবে, বিশ্ববিদ্যালয় পড়ুয়া আদনান ও মেহনাজ ভালো বন্ধু। এক পর্যায়ে সেই সম্পর্ক গড়ায় প্রেমে। এরপরই পরিণয়। আদনান তার স্ত্রী মেহনাজকে ছাড়া এক মুহূর্ত থাকতে পারেন না। এক পর্যায়ে মেহনাজ মা হতে চলেন। এই আনন্দে মেহেনাজকে নিয়ে ঘুরতে যান আদনান। রাস্তায় এক ছিনতাইকারী মেহেনাজের হাতের ব্যাগ ধরে টান দেয়। ব্যাগ সামলাতে গিয়ে মেহেনাজ রাস্তায় পড়ে মারাত্মক আহত হন। লাইফ সাপোর্টে নিতে হয় তাকে।

আদনান অনেক চেষ্টা করেও স্ত্রীকে সুস্থ করতে ব্যর্থ হন। মেহনাজ চলে যান না ফেরার দেশে। এই শহরে একা হয়ে পড়েন আদনান। এই বিশাল কনক্রিটের শহরে আদনান নিজেও যেন হয়ে যায় প্রাণহীন এক টুকরো কনক্রিট। নাটকটিতে আদনান ও মেহেনাজ চরিত্রে অভিনয় করেছেন তারকা দম্পত্যি শাওন ও টয়া।

নাটকটি সম্পর্কে নির্মাতা আনিস রহমান বলেন, ‘নাটকটিতে দর্শক যেমন পাবেন আনন্দ; ঠিক তেমনই থাকছে কষ্টও। এক কথায় বলবো নাটকটি দর্শকদের জন্য একটি পরিপূর্ণ প্যাকেজ। এতে একটি বিশেষ বার্তাও দেওয়ার চেষ্টা করেছি দর্শকদের। অসাধারণ অভিনয় করেছেন শাওন ও টয়া। আশা করছি নাটকটি ভালো লাগবে সবার।’

কাজের অভিজ্ঞতা নিয়ে শাওন ও টয়া বলেন, ‘ভিন্নধর্মী একটি গল্পের নাটক ‘খুনসুটি প্রেম’। ঈদে যেমনটা উপভোগ করতে চান দর্শক ঠিক তেমনই একটি কাজ এটি। গতানুগতিক আর দশটি নাটকের মতো এটা না। নিজেদের সবটুকু মেধা ও শ্রম দিয়ে নাটকটি ভালো করার আপ্রাণ চেষ্টা ছিল আমাদের। জানি না কতোটুকু সফল হয়েছি। তবে নিজেদের কাজের ওপর আস্থা রেখেই বলতে পারি নাটকটি সবার ভালো লাগবে।’

Advertisement