Homeসব খবরজাতীয়শপথ অনুষ্ঠানে হাস্যোজ্জ্বল পিটার হাস

শপথ অনুষ্ঠানে হাস্যোজ্জ্বল পিটার হাস

মন্ত্রিসভার শপথ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার ডি হাস। এসময় তাকে হাস্যোজ্জ্বল দেখা যায়।

বৃহস্পতিবার (১১ জানুয়ারি) সন্ধ্যায় মন্ত্রিসভার শপথগ্রহণ অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে বঙ্গভবনে উপস্থিত হন তিনি। এরপর অন্যান্য অতিথির সঙ্গে বঙ্গভবনের দরবার হলে আসন গ্রহণ করেন।

জাতীয় নির্বাচনের পরপরই বিজয়ী দলের প্রধান শেখ হাসিনাকে অভিনন্দন জানায় ভারত, চীন, রাশিয়াসহ অনেকগুলো দেশ। তবে যুক্তরাষ্ট্র হাঁটে ভিন্ন পথে। তারা বলে, বাংলাদেশে ভোট অবাধ ও সুষ্ঠু নির্বাচনের আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী হয়নি।

যুক্তরাষ্ট্রের মতো একই সুর দেখা যায়, যুক্তরাজ্য, কানাডাসহ কিছু পশ্চিমা দেশের। তবে বিবৃতিতে যাই বলুক, নতুন মন্ত্রিসভার শপথ অনুষ্ঠানে পিটার হাসের হাস্যোজ্জ্বল উপস্থিতি—ইতিবাচক বার্তা বহন করে।

Advertisement