Homeসব খবরজাতীয়শক্তিশালী নির্বাচন কমিশন হয়েছে : হানিফ

শক্তিশালী নির্বাচন কমিশন হয়েছে : হানিফ

নতুন নির্বাচন কমিশনের (ইসি) দায়িত্বে যারা এসেছেন তাদের স্বাগত জানিয়েছে আওয়ামী লীগ। নতুন ইসি গঠনের প্রজ্ঞাপন জারির পর এক প্রতিক্রিয়ায় এ কথা বলেছেন ক্ষমতাসীন দলটির যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ।

সংবাদমাধ্যমকে তিনি বলেন, ‘রাষ্ট্রপতি যে নতুন নির্বাচন কমিশন গঠন করেছেন তাকে আওয়ামী লীগ স্বাগত জানায়। নতুন কমিশনকে অভিনন্দন। নতুন কমিশনে সিইসি ও চার কমিশনার হিসেবে যারা এসেছেন, তারা প্রত্যেকেই নিজ নিজ কাজের জায়গায় মেধা, দক্ষতা নিরপেক্ষতা ও সততার স্বাক্ষর রেখে এসেছেন।

‘কমিশনের দায়িত্বপ্রাপ্তরা সর্বজন গ্রহণযোগ্য ব্যক্তিত্ব। সমাজেও কখনও তাদের নিয়ে কোনো পক্ষপাতিত্বের অভিযোগ শোনা যায়নি। এসব বিবেচনায় নতুন নির্বাচন কমিশন সবার কাছে গ্রহণযোগ্য, নিরপেক্ষ ও শক্তিশালী হয়েছে বলে আমরা মনে করি।’

এদিকে নতুন গঠিত নির্বাচন কমিশন নিয়ে বিএনপির আগ্রহ নেই বলে মন্তব্য করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় ফখরুল বলেন, আমরা আগেও বলেছি এখনও পরিষ্কার করে বলছি, শুধু নির্বাচন কমিশন নয় আওয়ামী লীগ যা কিছু করবে সব তাদের নিজেদের লোকদের দিয়ে করবে। সুতরাং প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য নির্বাচন কমিশনাররা আমাদের কাছে অর্থবহ নয়, তাই নির্বাচন কমিশন নিয়ে আমাদের কোনো আগ্রহ নেই।

Advertisement