Homeসব খবরবিনোদনআমার শখ এমপি হওয়া, রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী হবো না : হিরো...

আমার শখ এমপি হওয়া, রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী হবো না : হিরো আলম

শনিবার (৯ সেপ্টেম্বর) বিকাল ৫টার দিকে সদর উপজেলার এরুলিয়া নিজ বাড়ির সামনে বগুড়া দুই আসনের বাসিন্দাদের সেবায় অ্যাম্বুলেন্স প্রদান অনুষ্ঠানে আশরাফুল আলম ওরফে হিরো আলম বলেন, রাষ্ট্রপতি বা প্রধানমন্ত্রী হওয়ার ইচ্ছা নেই। এমপি ও মন্ত্রী হওয়ার বাইরে আমার কোনো শখ নাই।

রাষ্ট্রপতি হব বলে যারা প্রচারণা চালাচ্ছে তারা গু’জব ছড়াচ্ছে বলে অভিযোগ করেছেন আশরাফুল আলম ওরফে হিরো আলম। তিনি এও বলেছেন, আগামীতে আর স্বতন্ত্র নির্বাচন করবেন না।

হিরো আলম বলেন, ‘আমি আর স্বতন্ত্র নির্বাচন করব না। এবার কোনো এক দলের হয়ে নির্বাচনে দাঁড়াব। তবে কোন দল তা এখনি প্রকাশ করছি না। আর নির্বাচনসহ বিভিন্ন কাজে ব্যস্ত থাকার কারণে অ্যাম্বুলেন্স কার্যক্রম শুরু করতে দেরি হয়েছে। আজ থেকে কার্যক্রম শুরু হলো। এটি বগুড়া সদর, কাহালু ও নন্দীগ্রামের জনগণ বিনামূল্যে ব্যবহার করতে পারবে। আরও দুটি অ্যাম্বুলেন্স পাওয়ার কথা রয়েছে। সেটিও জনগণের সেবায় বিলিয়ে দেব।’

বিএনপি নেতা রিজভীর বক্তব্যের প্রসঙ্গে তিনি বলেন, ‘আমি অন্যায়ের প্রতিবাদ করি। আমি কাউকেই ছাড় দিয়ে কথা বলি না। তবে আমি কাউকে উদ্দেশ্য করে গালিও দিইনি।’

গত ৭ ফেব্রুয়ারি হিরো আলমকে উপহার হিসেবে টয়োটা নোয়াহ ১৯৯৮ মডেলের গাড়িটি দেন হবিগঞ্জের চুনারুঘাটের নরপতি গ্রামের শিক্ষক মুখলিছুর রহমান। গাড়িটি পাওয়ার পরপরই সেটিকে অ্যাম্বুলেন্সে রূপান্তরের ঘোষণা দেন হিরো আলম।

Advertisement